শেয়ার বাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের এর ৪৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত উক্ত বার্ষিক সাধারণ সভায় ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন প্রদান করা হয়।
সভায় সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ বিভাগের সচিব এবং কোম্পানির পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান ফারজানা মমতাজ।এছাড়াও সভায় উম্মুল হাছনা, সচিব (অবসরপ্রাপ্ত) ও স্বাধীন পরিচালক, এমপিএল বোর্ড; মোঃ আবদুল্লাহ আল মামুন, সচিব (অবসরপ্রাপ্ত), স্বাধীন পরিচালক ছাড়াও আরও অনেক সরকারি কর্মকর্তা ও সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়্যালি অংশগ্রহণ করেন।
উক্ত বার্ষিক সাধারণ সভায় সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ ভার্চুয়্যালি অংশগ্রহণ করে তাঁদের বক্তব্যে কোম্পানির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং কোম্পানির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। শেয়ারহোল্ডাররা কোম্পানি ২০২৩-২০২৪ হিসাব বছরে ৫৪২ লাখ ২৯ কোটি টাকা কর উত্তর মুনাফা অর্জন করায় এবং শেয়ার প্রতি আয় ৫০ লাখ ১১ টাকা হওয়ায় কোম্পানির পরিচালক পর্ষদ ও সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের ধন্যবাদ জ্ঞাপন এবং সন্তোষ প্রকাশ করেন।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।