ঢাকা শেয়ার বাজার

২০ মার্চ ২০২৫ বৃহস্পতিবার ৬ চৈত্র ১৪৩১

মেসিবিহীন মায়ামির ম্যাচে ড্র করলো ঘরের ছেলে রুইজে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

দলে নেই চোটের কারণে লিওনেল মেসিচোটের কারণে। একই কারণে ছিলেন না জর্দি আলবাও। আর সের্হিও বুসকেতসকে দেওয়া হয়েছে বিশ্রাম। বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার (২৮ শে সেপ্টেম্বর) সকালে ইউএস ওপেন কাপের ফাইনাল খেলবে ইন্টার মায়ামি।

এর আগে এই তিনজনকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাননি দলটির আর্জেন্টাইন কোচ জেরার্দো মার্তিনো। এ কারণেই আজ অরল্যান্ডো সিটির বিপক্ষে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে তাঁদের খেলাননি।

বার্সেলোনার সাবেক এই ত্রয়ীর অনুপস্থিতিতে মায়ামি আজ একাদশে রেখেছিল ফ্লোরিডায় জন্ম নেওয়া ও বেড়ে ওঠা দুই ফুটবলার নোয়াহ অ্যালেন ও ডেভিড রুইজকে। মেসিবিহীন মায়ামিকে ড্র এনে দিয়েছেন ঘরের ছেলে রুইজ। পিছিয়ে পড়া মায়ামিকে ৫২ মিনিটে গোল করে সমতায় ফেরান তিনি।

মায়ামির সমতাসূচক গোলটিতে আক্রমণের সূচনা করেন তাদের ইকুয়েডরিয়ান স্ট্রাইকার লিওনার্দ কাম্পানা। ভেনেজুয়েলার ফরোয়ার্ড জোসেফ মার্তিনেজকে দুর্দান্ত এক পাস দিয়েছিলেন তিনি। পাসটি পেয়ে অরল্যান্ডোর পোস্টে গড়ানো শট নেন মার্তিনেজ। কিন্তু তাঁর শট ফিরিয়ে দেন অরল্যান্ডোর গোলকিপার। ফিরতি বলে গোল করেন রুইজ।

এর আগে ২৯ মিনিটে এগিয়ে গিয়েছিল এমএলএসের ইস্ট কনফারেন্সের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা অরল্যান্ডো সিটি। আগেই এমএলএসের প্লে-অফ নিশ্চিত করেছে তারা। আর আজকের ড্রয়ে বেঁচে আছে মেসিদের প্লে-অফ খেলার আশা।

ম্যাচ শেষে রুইজ বলেছেন, ‘তারা আমাদের মতোই খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। আমরা পুরো ম্যাচে জয়ের জন্য লড়াই করার চেষ্টা করেছি। দুঃখজনক ব্যাপার যে আমরা জয় পাইনি। তবে আরেকটা পয়েন্ট পাওয়ার বিষয়টি আমাদের প্লে-অফের আশা জোগাচ্ছে।’

একাদশে জায়গা পাওয়া আর মেসিদের না থাকা প্রসঙ্গে রুইজ বলেছেন, ‘নিশ্চিত করেই (এ ম্যাচে) বুসি, জর্দি ও মেসির মতো খেলোয়াড় আমাদের দলে ছিল না। তবে আমরা দলে জায়গা পাওয়ার জন্য যে কঠিন পরিশ্রম করে যাচ্ছি, সেটা এ ম্যাচে আমাদের পারফরম্যান্সেই স্পষ্ট।’

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।