ঢাকা শেয়ার বাজার

১৮ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার ৫ ফাল্গুন ১৪৩১

মেসি দুই বছরের চুক্তিতে মায়ামিতে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

ইউরোপের পাট চুকিয়ে লিওনেল মেসির আমেরিকান ফুটবলে পাড়ি দেওয়ার খবর আগেই জেনেছিল সবাই। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার, শনিবার সেটিও হয়ে গেলো। ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাব ইন্টার মায়ামি জানিয়ে দিয়েছে, কথা মতো দুই বছরের চুক্তিতে মেজর লিগ সকার ক্লাবটিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই বিশ্বকাপ জয়ী ফুটবল ঐন্দ্রজালিক।

সাত বারের ব্যালন ডি’অর জয়ী জুন মাসে মৌসুম শেষ হতেই পিএসজি ছেড়েছেন। এবার নতুন মিশনে নামতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের এই লিগে নাম লিখিয়ে। তাই আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা এই তারকা ভীষণ রোমাঞ্চিত, ‘যুক্তরাষ্ট্রে ইন্টার মায়ামির হয়ে ক্যারিয়ারের পরবর্তী ধাপ শুরু করতে পেরে আমি ভীষণ রোমাঞ্চিত।’

ইন্টার মায়ামির অন্যতম মালিক বেকহ্যামও বলছেন, আর্জেন্টাইন গ্রেটকে দলে ভেড়াতে পারায় তার স্বপ্ন সত্যি হয়েছে, ‘১০ বছর আগে মায়ামিতে যখন নতুন দল গড়তে নতুন জার্নি শুরু করলাম। তখন বলেছিলাম, এই চমৎকার শহরটিতে বিশ্বের কিংবদন্তি খেলোয়াড়দের আনার স্বপ্ন দেখি আমি।’

দুই বছরের চুক্তিতে মেসি মায়ামিতে থাকবেন ২০২৫ সাল পর্যন্ত। আর আগের ঘোষণা অনুযায়ী ক্রুজ আজুলের বিপক্ষেই ২১শে জুলাই অভিষেক ম্যাচ খেলতে যাচ্ছেন তিনি।

দুই বছর পিএসজিতে অস্বস্তিকর সময় কাটানো মেসি গত জুনের শুরুর দিকে নিশ্চিত করেন, মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে খেলবেন তিনি। বিশ্বসেরা ফুটবলারকে বরণ করে নিতে তারপর থেকে অধীর অপেক্ষায় ছিল আমেরিকান ফুটবল। এরই মধ্যে সপরিবারে ফ্লোরিডায় পৌঁছেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।