পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের যমুনা ব্যাংক লিমিটেড (JAMUNABANK) জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানি জানিয়েছে যে, পরিচালনা পর্ষদ চায়না বাংলা এগ্রো ফিডের কাছ থেকে ১৩৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে (রেজিস্ট্রেশনের খরচ এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ ব্যতীত) প্রায় ১১০ কাঠা জমি ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। জমির ঠিকানা ইউনিয়ন ভূমি অফিসঃ ডুমনী, মৌজাঃ মোস্তুল,থানা – খিলক্ষেত, জেলা- ঢাকা।
জমি ক্রয়ের বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা (ies) থেকে প্রয়োজনীয় অনুমোদন প্রাপ্তির সাপেক্ষে এই সিদ্ধান্ত নিয়েছে।
খবর টি আজ ডিএসইর নিউজ বিভাগে প্রকাশিত হয়েছে।