ঢাকা শেয়ার বাজার

২১ মার্চ ২০২৫ শুক্রবার ৭ চৈত্র ১৪৩১

যুক্তরাষ্ট্র-তাইওয়ান প্রথমবারের মতো বাণিজ্য চুক্তিতে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

তাইওয়ানের সঙ্গে প্রথমবারের মতো বাণিজ্য চুক্তি সই করতে চলেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১ জুন) এই চুক্তি সই হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপটি নিয়ে চীনের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির কারণে নিজেদের মধ্যে সম্পর্ক জোরদারে এমন চুক্তি হচ্ছে বলে জানিয়েছে দুই পক্ষের সরকার।

তাইওয়ানের বাণিজ্য সমঝোতা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার সকালে ওয়াশিংটনে স্বাক্ষরিত হবে চুক্তিটি। মার্কিন ডেপুটি বাণিজ্য প্রতিনিধি সারাহজ বিয়াঞ্চি এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানিয়েছে ওয়াশিংটন। তবে চুক্তি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি কোনও পক্ষই।

গত বছরের আগস্টে একবিংশ শতাব্দীর বাণিজ্য নিয়ে মার্কিন-তাইওয়ান আলোচনা শুরু হয়। মার্কিন নেতৃত্বাধীন ইন্দো-প্যাসিফিক অর্থনৈতিক ফ্রেমওয়ার্ক থেকে তাইওয়ানকে বাদ দেওয়ার পর তাইপের সঙ্গে এমন আলোচনার মাধ্যমে যুক্ত ছিল ওয়াশিংটন।

গত মাসে, বাণিজ্য উদ্যোগের প্রথম অংশে উভয়পক্ষ ঐকমত্যে পৌঁছায়। এ অংশের মধ্যে শুল্ক, পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ছোট ব্যবসার উদ্যোগ অন্তর্ভূক্ত।

প্রাথমিকভাবে এই চুক্তি সইয়ের পর বাণিজ্য উদ্যোগের দ্বিতীয় ও জটিল ধাপ নিয়ে দুই পক্ষের আলোচনা শুরু হবে বলে প্রতিবেদনে জানায় রয়টার্স। দ্বিতীয় ধাপে থাকবে কৃষি, আধুনিক বাণিজ্য, শ্রমিক ও কাজের পরিবেশ, সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্যোগসহ বিভিন্ন বিষয়।

চুক্তিতে পণ্যের শুল্ক পরিবর্তনের বিষয় নেই বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে। তবে এর মাধ্যমে মার্কিন-তাইওয়ান সম্পর্ক জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে নিন্দা জানিয়েছে বেইজিং।

সূত্র: রয়টার্স

 

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।