ঢাকা শেয়ার বাজার

৮ নভেম্বর ২০২৫ শনিবার ২৩ কার্তিক ১৪৩২

রবির স্মার্ট পে ডিজিটাল পেমেন্ট সার্ভিস পরিচালনার অনুমোদন পেল

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত রবি আজিয়াটা পিএলসি তাদের নতুন গঠিত সহযোগী প্রতিষ্ঠান স্মার্টপে লিমিটেড -এর মাধ্যমে ডিজিটাল পেমেন্ট সেবা পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেয়েছে।

গত সোমবার (১৪ অক্টোবর) এক ঘোষণায় রবি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক স্মার্টপে লিমিটেডকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে পরিচালনার জন্য নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) জারি করেছে।

সম্পূর্ণভাবে রবির সাবসিডিয়ারির মালিকানাধীন এই নতুন প্রতিষ্ঠানটি দেশের ফিনটেক খাতে ইলেকট্রনিক পেমেন্ট সল্যুশন প্রদান করবে। এর মধ্যে থাকবে বিল পরিশোধ, ইউটিলিটি সার্ভিস পেমেন্ট এবং অন্যান্য সংশ্লিষ্ট ডিজিটাল লেনদেন সেবা।

রবি আজিয়াটা পিএলসি সূত্রে জানা গেছে  এতদিন পর্যন্ত মোবাইল অপারেটরটি তাদের বিদ্যমান ‘রবি ক্যাশ’ অ্যাপের মাধ্যমে সীমিত পরিসরে ডিজিটাল পেমেন্ট সুবিধা দিয়ে আসছিল।

সূত্র মতে, “গ্রাহকরা মোবাইল রিচার্জ, বিল পরিশোধ, এমনকি ট্রেনের টিকিট কিনতেও পারতেন। তবে ক্যাশ আউট বা অন্য অপারেটরে টাকা স্থানান্তর করার অনুমতি ছিল না। বাংলাদেশ ব্যাংক আমাদের পরামর্শ দেয়—এ ধরনের সেবা চালিয়ে যেতে হলে একটি আলাদা লাইসেন্সধারী প্রতিষ্ঠান গঠন করতে হবে। সেই পরামর্শ অনুযায়ী আমরা স্মার্টপে গঠন করেছি।”

রবি, যেটি একসময় একটেল নামে পরিচিত ছিল, ১৯৯৭ সালে টেলিকম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল (বাংলাদেশ) নামে গঠিত হয়। পরে ২০১০ সালে এয়ারটেল বাংলাদেশের সঙ্গে একীভূত হয়ে রবিতে রিব্র্যান্ডিং করে।

রবি আজিয়াটা পিএলসি ২০২০ সালের ডিসেম্বরে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) হিসেবে রেকর্ড করেছিল।

বর্তমানে কোম্পানিটির ৬১.৮২% শেয়ার মালিক মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ, ২৮.১৮% ভারতীয় প্রতিষ্ঠান ভারতী এয়ারটেল এবং বাকি ১০% দেশের সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।