আজ সোমবার ২৭ শে মার্চ ২০২৩, টানা ৩ দিন বন্ধের পরে রমজান মাসের ১ম কার্যদিবসে উভয় স্টক এক্সচেঞ্জে সূচক নেতিবাচক ধারাতে দিন শেষ হয়েছে।
লেনদেন গত কার্যদিবসের তুলনায় ১ ঘন্টা কম হলেও ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন গত কার্যদিবসের চেয়ে কিছুটা বেড়েছে, তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন গতদিনের চেয়ে কমেছে।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল সূচক সূচক শুরুতে ইতিবাচক ধারাতে শুরু হলেও দিনশেষে সূচক নেতিবাচক ধারাতে শেষ হয়েছে তবে লেনদেন গতদিনের চেয়ে বেড়েছে।
আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩১৭.৬০ কোটি টাকার শেয়ার। যা গতদিন ছিল ২৮৬.৯৭ কোটি টাকার শেয়ার। আজ ডিএসইতে গত দিনের চেয়ে ৩০.৬৩ কোটি টাকার বেশি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
আজ লেনদেনে মূল সূচক ডিএসইএক্স সূচক ১১.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২০৩.৯২ পয়েন্টে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৪৯.৬৮ পয়েন্টে। ডিএস ৩০ সূচক ২.৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২২১৫.৪০ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ২৮৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে মাত্র ২৮ টির, দাম কমেছে ৭২ টি এবং দাম অপরিবর্তিত ছিল ১৮৩ টির।
অপরদিকে দেশের ২য় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই কার্যদিবসের চেয়ে কমেছে। আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪৭.৮৮ পয়েন্ট কমে সূচক অবস্থান করছে ১৮৩২৬.৫৯ পয়েন্টে।
আজ সিএসইতে মোট ৭.১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকাল ছিল ১২.১৫ কোটি টাকা। আজ সিএসইতে গত দিনের চেয়ে ৪ কোটি ৯৬ লাখ টাকার কম শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
আজ সিএসই তে মোট ৯৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে মাত্র ১৭ টির, কমেছে ৪০ টির এবং অপরিবর্তিত ছিল ৩৬ টি কোম্পানির।
আজ ডিএসইর মোট লেনদেন ৩১৭.৬০ কোটি টাকা, ব্লক মার্কেটের লেনদেন ১৮.৭৬ কোটি টাকা, সে হিসাবে আজকের মূল মার্কেটের লেনদেন হয়েছে ২৯৮.৮৪ কোটি টাকা, যা গতকাল ছিল ২৪৯.৭০ কোটি টাকার। সে হিসাবে আজ মূল মার্কেটে গতকালের চেয়ে ৪৯.১৪ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।
আজ দিনের শুরুতে উভয় স্টক এক্সচেঞ্জে সূচক ইতিবাচক ধারাতে শুরু হলেও দিন শেষে সূচক নেতিবাচক ধারাতে শেষ হয়েছে। রমজান মাসের কার্যদিবসে লেনদেন ১ ঘন্টা কম হলেও আজ ডিএসইর লেনদেন গত কার্যদিবসের চেয়ে কিছুটা বেড়েছে, যা বাজারের জন্যে কিছুটা হলেও ইতিবাচক।