ঢাকা শেয়ার বাজার

৫ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার ২২ মাঘ ১৪৩১

রিং শাইন ওয়াইজ স্টারের হাতে যাচ্ছে না, শেয়ার কেনাবেচার চুক্তি বাতিল

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিং শাইন টেক্সটাইল লিমিটেড (RINGSHINE) ও ওয়াইজ স্টার টেক্সটাইল মিলসের সঙ্গে উদ্যোক্তাদের শেয়ার বিক্রির যে চুক্তি করেছিল তা বাতিল করেছে।

গত রবিবার কোম্পানির পর্ষদ সভার বৈঠকে শেয়ার বিক্রির চুক্তি বাতিল করা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে রিং শাইন টেক্সটাইল লিমিটেড এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে। বলা হয়েছে, অংশীজনদের স্বার্থ রক্ষার জন্য চুক্তির অবসান প্রয়োজন ছিল; চুক্তি বাতিলের প্রাথমিক কারণ হিসেবে কোম্পানিটি আলোচ্য চুক্তিকে ঘিরে বিতর্কিত কার্যক্রমের কথা উল্লেখ করেছে।

রিং শাইন টেক্সটাইলের উদ্যোক্তাদের ১৯ কোটি শেয়ার অধিগ্রহণ করার কথা ছিল ওয়াইজ স্টার টেক্সটাইল মিলসের। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ অধিগ্রহণের বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছিল।

বিএসইসি ও কোম্পানি সূত্রে জানা যায়, ওয়াইজ স্টার টেক্সটাইলের রিং শাইনের উদ্যোক্তাদের বিপুল শেয়ার অধিগ্রহণের জন্য অর্থ পরিশোধ করার কথা ছিল না। রিং শাইনের বিপুল দেনা রয়েছে ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে, মূলত সেই সব দায়দেনার দায়িত্ব নেওয়ার মাধ্যমেই কোম্পানিটির উদ্যোক্তাদের শেয়ার অধিগ্রহণ করবে ওয়াইজ স্টার, এমন কথা ছিল। রিং শাইনের যত দায়-দেনা আছে, সব বহন করবে ওয়াইজ স্টার, বিনিময়ে কোম্পানিটির মালিকানায় যুক্ত হবে তারা। এমন বন্দোবস্ত হয়েছিল।

২০২৩ সালের অক্টোবর মাসে বিএসইসিই যখন এই শেয়ার হাতবদলের অনুমোদন দেয়, তখন সব মিলিয়ে রিং শাইনের দেনা ছিল ৪২২ কোটি টাকা। এই দেনার পুরোটা ওয়াইজ স্টারের অধিগ্রহণ করার কথা।

বিএসইসির সম্মতির পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে রিং শাইন বিনিয়োগকারীদের জানায়, ওয়াইজ স্টার টেক্সটাইল মিলসের মালিকেরা রিং শাইনের ৯ জন উদ্যোক্তা পরিচালকের প্রায় ১৯ কোটি শেয়ার অধিগ্রহণ করবেন; কোম্পানিটির মোট শেয়ারের যা প্রায় ৩৮ শতাংশ। রিং শাইনের উদ্যোক্তা-পরিচালকদের বেশির ভাগই বিদেশি নাগরিক।

রিং শাইনের ওপর করা বিএসইসির নিরীক্ষায় জানা যায়, কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকেরা বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করে দিয়েছেন। যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানির আড়ালেও পাচার করা হয় অর্থ। এমন পরিস্থিতিতে কোম্পানিতে সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ ঝুঁকিতে পড়ে। তাই সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে কোম্পানিটির মালিকানা হস্তান্তর বা নতুন কাউকে দিয়ে কোম্পানিটিকে উৎপাদনে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় বিএসইসি। তারই অংশ হিসেবে ওয়াইজ স্টার টেক্সটাইল উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার অধিগ্রহণের মাধ্যমে কোম্পানিটির পরিচালনার যুক্ত হওয়ার আগ্রহ দেখায়।

কিন্তু এখন রিং শাইন মনে করছে, এই শেয়ার ক্রয় চুক্তি নিয়ে ওয়াইজ স্টারের কার্যক্রম বিতর্কিত। সে কারণে তারা এই চুক্তি বাতিল করছে। তারা আরও জানিয়েছে, ওয়াইজ স্টার বা তাদের মনোনীতকের কাছে এখন রিং শাইনের কোনো শেয়ার নেই। বিষয়টি বিএসইসি সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে।

রিং শাইন টেক্সটাইল লিমিটেড (RINGSHINE) প্রতিষ্ঠানটি ২০১৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত মুলধন ৫৪০ কোটি ও পরিশোধিত মূলধন ৫০০ কোটি ৩১ লাখ ৩০ হাজার টাকা।  মোট শেয়ার সংখ্যা ৫০কোটি ৩ লাখ ১৩ হাজার ৪৩ টি। এর মধ্যে ৩৬.৪৬ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১১.৫৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৫১.৯৫ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।