পুঁজিবাজারে তালিকাভূক্ত ইন্সুরেন্স খাতের কোম্পানি রূপালি ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড (RIPALIINS) আগামী রবিবার ৪ই জুন ২০২৩, থেকে স্পট মার্কেটে লেনদেন শুরু হবে।
কোম্পানিটির আগামী রবিবার ৪ই জুন ২০২৩, স্পট মার্কেটে লেনদেন শুরু হয়ে চলবে ৫ জুন পর্যন্ত। আগামী ৬ ই মে কোম্পানিটির রেকর্ড ডেট।
উল্লেখ্য, কোম্পানিটি এ বছর ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ।