শেয়ার বাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনাটা পিএলসি‘র(RENATA) ২ টি ওষুধ যুক্তরাজ্যের বাজারে যুক্ত হচ্ছে।
জানা গেছে, যুক্তরাজ্যের বাজারে সারট্রালাইন ১০০ এমজি এবং প্রোপিলথিওরাসিল ৫০এমজি ট্যাবলেটের প্রথম চালান সফলভাবে প্রেরণ করা হয়েছে।
এই উচ্চ–মানের পণ্যগুলো বাংলাদেশের রাজেন্দ্রপুরে রেনেটার ইউকে–এমএইচআরএঅনুমোদিত সুবিধাতে তৈরি করা হয়েছে।বাংলাদেশে এই ওষুধগুলো তাদের স্থানীয় ব্র্যান্ডসেরোনেক্স (সারট্রালাইন) এবং পিটিইউ (প্রোপিলথিওরাসিল) নামে পরিচিত।
রেনেটা–ইউকে এর ব্র্যান্ডিংয়ের অধীনে এবং একটি স্থানীয় বাণিজ্যিকীকরণ দলের সাথেঅংশীদারিত্বে এই ওষুধগুলো শ্রীঘ্রই যুক্তরাজ্যের গ্রাহকদের কাছে পৌঁছে যাবে।
রেনাটা পিএলসি ১৯৭২ সালে মার্কিন ওষুধ জায়ান্ট ফাইজারের একটি কোম্পানি হিসেবেবাংলাদেশে যাত্রা করে। ১৯৯৩ সালে ফাইজার স্থানীয় শেয়ার হোল্ডারদের কাছে তাদেরমালিকানা বিক্রি করে চলে যায় এবং কোম্পানির নাম ফাইজার (বাংলাদেশ) লিমিটেডেরবদলে হয় রেনাটা লিমিটেড, বর্তমান নাম রেনাটা পিএলসি।রেনাটা পিএলসি ১৯৭৯ সালেশেয়ার বাজারে তালিকাভুক্ত হয়।
কোম্পানিটির অনুমোদিত মূলধন ২৮৫ কোটি ও পরিশোধিত মূলধন ১১৪ কোটি ৬৯ লাখ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ৯১২ কোটি ৪৩ লাখ টাকা। কোম্পানিটির মোটশেয়ার সংখ্যা ১১ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার ৪৯০। এর মধ্যে ৫১.২৯ শতাংশ উদ্যোক্তাপরিচালক, ২০.৭১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ২১.৪১ শতাংশ বিদেশীবিনিয়োগকারী ও বাকি ৬.৫৯ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।