পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্মাসিউটিক্যালস খাতের কোম্পানি রেনেটা লিমিটেড (RENATA) জানিয়েছে যে তাদের কোম্পানির প্রধান অর্থনৈতিক কর্মকর্তার (CFO) অবসর গ্রহণ করেছেন এবং নতুন প্রধান অর্থনৈতিক কর্মকর্তা (CFO) নিয়োগ দিয়েছেন।
কোম্পানিটি জানিয়েছে যে কোম্পানির প্রধান অর্থনৈতিক কর্মকর্তা (CFO) জনাব খোকন চন্দ্র দাস আগামীকাল ২৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে অবসর নেবেন।
জনাব মোস্তফা আলিম আওলাদ এফসিএ (ICAEW) ০১ মার্চ ২০২৩ থেকে কার্যকরী প্রধান অর্থনৈতিক কর্মকর্তা (CFO) হিসেবে যোগ দেবেন, যা কোম্পানির পর্ষদ সভায় অনুমোদিত হয়েছে।