ঢাকা শেয়ার বাজার

৭ অক্টোবর ২০২৪ সোমবার ২২ আশ্বিন ১৪৩১

রোনালদোর আবারো অশোভন অঙ্গভঙ্গি, সৌদি আরব থেকে বের করে দেওয়ার দাবি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

আল নাসরের শেষ ম্যাচে ডব্লিউডব্লিউই স্টাইলে প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করে লঘু দণ্ড হিসেবে কেবল হলুদ কার্ড দেখেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল হিলালের বিপক্ষে মঙ্গলবারের ওই ম্যাচে হারের পর গ্যালারি থেকে ‘লিওনেল মেসি’ স্লোগান শুনে অশালীন অঙ্গভঙ্গি করেন পর্তুগিজ সুপারস্টার। এমন আচরণে কোনও শাস্তি পেলেন না তিনি।

ওই ঘটনার পর রোনালদোকে সৌদি আরব থেকে বের করে দেওয়ার দাবি তোলেন অনেকে। পরে এই ব্যাপারটি নিয়ে তার দল জানায়, কুচকির ইনজুরিতে পড়েছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। আল নাসর এক বিবৃতি দেয়, ‘রোনালদো ইনজুরিতে ভুগছিলেন। আল হিলালের গুস্তাভো কুয়েলারের সঙ্গে চ্যালেঞ্জের পর সংবেদনশীল জায়গায় চোট পান। এটা নিশ্চিত তথ্য। বাইরের লোকেরা যা মন চায় ভাবতে পারে।’

সৌদি ফুটবল অ্যাসোসিয়েশনের ডিসিপ্লিনারি অ্যান্ড এথিকস কমিটি এই ব্যাপারে তদন্ত করে এবং রায় দেয়, কোনও ধরনের ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হচ্ছে না।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোর চেয়ে অফিসিয়াল ম্যাচ ফুটবল রিভিউ করা হয়েছে। তাই শাস্তি এড়াতে পেরেছেন রোনালদো।

কমিটি অবশ্য শাস্তি দিয়েছে আল নাসরকে। দ্বিতীয়ার্ধের শুরুতে খেলোয়াড়দের নামাতে দেরি করায় ১৫ হাজার রিয়াল ফাইন করা হয়েছে ক্লাবকে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার
error: বিষয়বস্তু সুরক্ষিত !!