পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্সুরেন্স খাতের কোম্পানি সোনার বাংলা ইন্সুরেন্স লিমিটে (SONARBAINS) গত ৩১শে ডিসেম্বর ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ দিবে, যার মধ্যে নগদ লভ্যাংশ ১০ শতাংশ ও বোনাস লভ্যাংশ ৫ শতাংশ ।
১৩ই জুন ২০২৩, অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ ঘোষণা করে।
গত ৩১ শে ডিসেম্বর সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২.০৩ টাকা। আগের বছর শেয়ার প্রতি আয় (EPS) ছিল ২.০৫ টাকা। শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ২.৯৭ টাকা। যা আগের বছরে ছিল ২.৭৭ টাকা। শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ২১.৯৩ টাকা, যা আগে ছিল ২১.১০ টাকা।
আগামী ২১ শে সেপ্টেম্বর, ২০২৩, ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণসভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০শে জুলাই ২০২৩ তারিখ ।
উল্লেখ্য, গত বছর কোম্পানিটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আজ কোম্পানিটি নো লিমিট প্রাইজে লেনদেন হচ্ছে। কোম্পানিটি প্রথম প্রান্তিক ইপিএস ও ঘোষণা করেছে। জানুয়ারি ২৩ মার্চ ২০২৩ সময়ে প্রথম প্রান্তিকে কোম্পানিটির মুনাফা হয়েছে ০.৮৫ টাকা যা গত বছরে ছিল ০.৮২ টাকা। শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ০.৩২ টাকা। যা আগের বছরে ছিল ২.৮১ টাকা। শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ২২.৮৩ টাকা, যা আগে ছিল ২১.৯৩ টাকা।