ঢাকা শেয়ার বাজার

১৬ জুন ২০২৫ সোমবার ২ আষাঢ় ১৪৩২

লাখ ৩০ হাজার কোটি টাকা ২০২৫-২৬ অর্থবছরে এডিপির আকার

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

আগামী ২০২৫-২৬ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) জন্য দুই লাখ ৩০ হাজার টাকা বরাদ্দের খসড়া চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন। চলতি অর্থবছরের (২০২৪-২৫) তুলনায় এডিপির আকার কমছে ৩৫ হাজার কোটি টাকা।

আজ (শনিবার, ১৭ মে) দুপুরে পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরে মূল এডিপির আকার ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। অবশ্য পরে তা কমিয়ে আনা হয়।

আরও পড়ুন: আগামীকাল স্পট মার্কেটে ৪ টি কোম্পানির লেনদেন হবে

আগামীকালের এনইসি সভায় আগামী অর্থবছরের এডিপির খসড়া প্রস্তাব উত্থাপন করা হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এতে সভাপতিত্ব করার কথা আছে।

আরও পড়ুন: এনবিআর কর্মীদের কলম বিরতি বাড়ল আরও একদিন

পরিকল্পনা কমিশন থেকে পাওয়া তথ্যানুযায়ী, আগামী অর্থবছরের বরাদ্দকৃত এডিপির অর্থের মধ্যে সরকারি তহবিল থেকে জোগান দেয়া হবে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা। আর বৈদেশিক প্রকল্প সহায়তা হিসেবে পাওয়া যাবে ৮৬ হাজার কোটি টাকা। তবে সংস্থার নিজস্ব অর্থায়ন ৮ হাজার ৫৯৯ কোটি ৭১ লাখ টাকা যোগ করা হলে মোট এডিপির আকার দাঁড়াবে ২ লাখ ৩৮ হাজার ৫৯৯ কোটি ৭১ লাখ টাকা

নতুন অর্থবছরে পাঁচ খাতে যাচ্ছে মোট বরাদ্দের ৬৯ দশমিক ৯৩ শতাংশ। খাতগুলো হচ্ছে- পরিবহন, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, গৃহায়ন ও কমিউনিটি ও স্বাস্থ্য।

আরও পড়ুন: আজ বাজারে এলো টিএম মিলজার হোসেনের ‘নরক ভূমি’

এছাড়া পরিবহন, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, গৃহায়ন ও কমিউনিটি ও স্বাস্থ্যে যাবে এডিপির ৭০ শতাংশ বরাদ্দ। নতুন অর্থবছরের এডিপিতে সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে ১০টি মন্ত্রণালয়।

আগামী ২০২৫-২৬ অর্থবছরের এডিপিতে বরাদ্দসহ মোট প্রকল্প থাকছে এক হাজার ১৪৩টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ৯৬৯টি, সমীক্ষার ১৯টি, কারিগরি সহায়তার ৯৭টি এবং সংস্থার নিজস্ব অর্থায়নের প্রকল্প থাকবে ৫৮টি। এগুলোর বাইরে অনুমোদনহীন নতুন প্রকল্প থাকবে ৯৯০টি।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।