পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের (LHBL) ২য় প্রান্তিক ইপিএস দেয়ার তারিখ জানিয়েছে।
কোম্পানিটি জানিয়েছে ৩০ জুন ২০২৪, তারিখে শেষ হওয়া দ্বিতীয় ত্রৈমাসিকের (কিউ–২) (এপ্রিল ২৪ –জুন ২৪) ও (জানুয়ারি ২৪ –জুন ২৪) সময়ের জন্য, কোম্পানির অনিরীক্ষিত আর্থিক বিবৃতি পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করবে।
আগামী ১৬ জুলাই ২০২৪, বিকাল ৬.৩০ টায় সভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত বছর কোম্পানিটির ৩ মাসের আয় (এপ্রিল ২৩ –জুন ২৩) (ইপিএস) ছিল ১.৪৭ ছিল টাকা এবং ৬ মাস মিলে (জানুয়ারি ২৩ – জুন ২৩) ২ প্রান্তিক মিলে আয় (ইপিএস) ছিল ৩.১১ টাকা।