শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি তৌফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির (LOVELLO) উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ একরামুল হক শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। তিনি স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ৩০ লাখ শেয়ার বিক্রি করেছেন।
ব্যবস্থাপনা পরিচালক মোঃ একরামুল হক গত ১৫ই ফেব্রুয়ারি ৩০ লাখ শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছিলেন। এই শেয়ার ৩০ কার্যদিবসের মধ্যে বিক্রি সম্পন্ন করার কথা ছিল। তার কাছে লাভেলোর ৩ কোটি শেয়ার ছিল। শেয়ার বিক্রি সম্পন্ন হওয়ার পর তার শেয়ারের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭০ লাখ।
চলতি অর্থবছরের ২য় প্রান্তিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে কোম্পানিটি গত ৩ মাসে (অক্টোবর ২০২২৩-ডিসেম্বর ২০২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.২৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় ছিল ০.১৭ টাকা। গত ৩ মাসে কোম্পানিটির আয় আগের চেয়ে ৪৭ শতাংশ বেড়েছে।
অপরদিকে ৬ মাসে (জুলাই ২০২৩-ডিসেম্বর ২০২৩) ২ প্রান্তিক মিলে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.৫৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.৭৩ টাকা। গত ৬ মাসে কোম্পানিটি আয় কমেছে ২৮ শতাংশ। গত ৩১শে ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ১২.৫১ টাকা, যা আগের বছর ছিল ১২.৪৩ টাকা।