পুঁজিবাজারে তালিকাভুক্ত তৌফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি (LOVELLO) কোম্পানির পর্ষদ সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে।
আগামী ৩১ (মঙ্গলবার) জানুয়ারি, বিকাল ৩.৩০ টায় সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২২, শেষ হওয়া দ্বিতীয় ত্রৈমাসিকের (কিউ -২ ) সময়ের জন্য কোম্পানির অ-নিরীক্ষিত আর্থিক বিবৃতি পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
উল্লেখ্য, আগের বছর ২য় প্রান্তিকে (৩ মাসে অক্টোবর – ডিসেম্বর ) কোম্পনিটি শেয়ার প্রতি আয় করেছিল ০.১৫ টাকা এবং ৬ মাসে (জুলাই-ডিসেম্বর)আয় করেছিল ০.৫৫ টাকা।
খবর টি আজ ডিএসইর নিউজ বিভাগে সকাল ১১.২৯ মিনিটে প্রকাশিত হয়েছে।