শেয়ার বাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি (LOVELLO) কোম্পানিটির আগামীকাল স্পট মার্কেটে লেনদেন হবে।
কোম্পানিটি জানিয়েছে যে, আগামীকাল মঙ্গলবার (৪ নভেম্বর) স্পটে মার্কেটে লেনদেন শুরু হবে । চলবে ৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত।
আগামি বৃহস্পতিবার ৬ নভেম্বর ২০২৫ কোম্পানিটির রেকর্ড ডেট। রেকর্ড ডেটের দিন কোম্পানিটির লেনদেন বন্ধ থাকবে।
লাভেলো আইসক্রিমের নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা
কোম্পানিটি এ বছরের জন্য সাধারণ শেয়ার হোল্ডারদের ১৬ শতাংশ লভ্যাংশ দিবে এর মধ্যে ১১ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
আগামী ৩০ ডিসেম্বর ২০২৫, ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণসভা (এজিএম) অনুষ্ঠিত হবে।