আজ মঙ্গলবার ১৪ ই মার্চ ২০২৩,আজকের টপ লেনদেন করা ১০ টি কোম্পানির লেনদেন হয়েছে ২০৯.৩০ কোটি টাকার।সে হিসাবে আজকের মূল লেনদেনের প্রায় অর্ধেক ই হয়েছে মাত্র ১০ টি কোম্পানির লেনদেনে।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে রুপালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানি লিমিটেড(RUPALILIFE)। আজ কোম্পানিটির ৩৬ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আমরা নেটওয়ার্ক লিমিটেড (AAMRANET)।আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৯ কোটি ৭০ লাখ টাকার।
লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে ছিল সি পার্ল বিচ লিমিটেড, আজ কোম্পানিটির শেয়ারলেনদেন হয়েছে ২৫ কোটি ২০ লাখ টাকার।
লেনদেনের শীর্ষ তালিকায় ১০ এর মধ্যে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছেএডিএন টেলিকম ,জেনেক্স ইনফোসিস ,মেঘনা লাইফ ইন্সুইরেন্স ,অলিম্পিকইন্ডাস্ট্রিজ,বিডিকম অনলাইন ,আরডি ফুড ও ইস্টার্ন হাউজিং লিমিটেড।
উল্লেখ্য, আজ ডিএসইর মোট লেনদেন হয়েছে ৫৬৩.৬৩ কোটি টাকা, এর মধ্যে ব্লক মার্কেটেলেনদেন হয়েছে ১৪১.৫৪ কোটি টাকা ,ব্লক মার্কেট বাদে মূল বাজারের লেনদেন হয়েছে ৪২২.০৯ কোটি টাকার।
আজকের টপ লেনদেন করা ১০ টি কোম্পানির লেনদেন হয়েছে প্রায় ২০৯.৩০ কোটি টাকার।সে হিসাবে আজকের মূল লেনদেনের প্রায় অর্ধেক ই হয়েছে মাত্র ১০ টি কোম্পানির লেনদেনে।
বিষয় টি বাজারের জন্যে খুবই দুখঃজনক ব্যাপার,এভাবে চলতে থাকলে বাজার স্থবির হয়েযাবে।তাই যথাযথ করতৃপক্ষের উচিৎ বাজার উন্নয়নের বিষয় নিয়ে কাজ করার।