আজ রবিবার(০২ নভেম্বর) সপ্তাহের প্রথম কার্যদিবস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।আজ কমেছে বেশিরভাগ কোম্পানি এবং ফান্ডের শেয়ার ও ইউনিটদর। তবে আজ টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে।আজ প্রধান সূচক ডিএসইএক্সসহ তিনটি সূচকই ছিল নিম্নমুখী।
আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ০৬.৩৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫১১৫.৮৮ পয়েন্টে।

অপর সূচক ‘ডিএসইএস’ ৩.৬৪ পয়েন্ট কমে ১০৭৮.৯৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪.৮০ পয়েন্ট কমে ১৯৮২.৯৪ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৫৪৪ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৭৬ কোটি ১০ লাখ টাকা।আজ গত কার্যদিবসের চেয়ে লেনদেন কম হয়েছে ৬৮ কোটি ৬৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২৮টি কোম্পানির, বিপরীতে ২০৭টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
আজকের বাজারে বিভিন্ন সময় বিভিন্ন খাতের শেয়ারের মুভমেন্ট পরিলক্ষিত হয়। দিনের শুরুতে যে গুলির চাহিদা ছিল দেখা গিয়েছে, শেষের দিকে সেইসব শেয়ারের কোন চাহিদাই ছিলনা।আজ দিনশেষে দাম বাড়ার শীর্ষে ১০ টি খাতের শেয়ারের ছিল।এরমধ্যে পেপার এন্ড প্রিন্টিং ও ওষুধ খাতের শেয়ারের আধিপত্য ছিল।
বেশ কিছু হাউজ ঘুরে দেখা গেল লেনদেন বাড়লেও হাউজের লোক বা বিনিয়োগকারীদের তেমন কোন উৎফুল্লতা লক্ষ্য করা যায়নি। বেশ কিছু বিনিয়োগকারীদের বক্তব্য বাজারে লেনদেন বাড়ছে তাতে আমাদের কি লাভ? আমাদের শেয়ারের দাম বেড়েছে ১০/২০ পয়সা।
নাম প্রকাশ না করার শর্তে একটি হাউজের নির্বাহি কর্মকর্তা বললেন, যে বাজারে ভালো মৌলভিত্তির শেয়ার কিনেও বিনিয়োকারীদের আফসোস করতে হয়, সেই বাজার নিয়ে মানুষ কিভাবে আশাবাদী হতে পারে? তার মন্তব্য বাজারকে তার স্বাভাবিক গতিতে ছেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোন অনিয়ম না হয়। বাজারে শুধু অনিয়ম গুলো রুখে দিতে পারলে বাজারের এমন খারাপ অবস্থা হতো না।তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন নির্বাচন হয়ে গেলে হয়ত বাজারে একটা স্বাভাবিক গতি আসবে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।