ঢাকা শেয়ার বাজার

৩ নভেম্বর ২০২৪ রবিবার ১৮ কার্তিক ১৪৩১

লেনদেন হাজার কোটির কাছে হলেও হতাশ বিনিয়োগকারীরা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

আজ বৃহস্পতিবার ২৭ এপ্রিল ২০২৩, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল সূচক ও লেনদেন ইতিবাচক ধারাতে শেষ হয়েছে। আজ শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের উঠানামা থাকলেও দিনশেষে ইতিবাচক ধারাতে আজকের লেনদেন শেষ হয়েছে।

আজ ডিএসইএক্স সূচক ৭.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৭৪.০৬ পয়েন্টে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৬২.৯০ পয়েন্টে। ডিএস ৩০ সূচক ৪.৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২২০৮.৫৭ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৯৬৭.৬৯ কোটি টাকার, যা গতকাল ছিল ৭৬৫.৩৩ কোটি টাকা। আজ গতদিনের চেয়ে ২০২.৩৯ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।
আজ দাম বেড়েছে ৭৯ টি কোম্পানির। দাম কমেছে ৬২ টি কোম্পানির এবং দাম অপরিবর্তীত ছিল ২১০ টি কোম্পানির। আজ ডিএসইতে তে মোট ৩৫১ টি কোম্পানির লেনদেন হয়েছে।

আজ ৬৭ টি শেয়ারের ব্লকে মোট লেনদেন হয়েছে ১৫৩.২২ কোটি টাকা, গতকাল ব্লোকে মোট ৬৭ শেয়ারের ট্রেড হয়েছিল ৪৮.১৪ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চাইতে ট্রেড বেশি হয়েছে ১০৫.০৮ কোটি টাকা। সে হিসাবে আজকের মূল মার্কেটের লেনদেন হয়েছে ৮১৪.৪৭ কোটি টাকা, যা গতকাল ছিল ৭১৭.১৯ কোটি টাকা। সে হিসাবে আজ গতকালের চেয়ে মূল মার্কেটে লেনদেন বেশি হয়েছে ৯৭.২৮ কোটি টাকার।

অপরদিকে দেশের ২য় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বাড়লেও লেনদেন গতদিনের চেয়ে কিছুটা কমেছে । আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৪.৯৩ পয়েন্ট বেড়ে সূচক অবস্থান করছে ১৮৪৬৬.৮৯ পয়েন্টে।

আজ সিএসইতে মোট ৭.৯৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকাল ছিল ৯.৬৭ কোটি টাকা। আজ সিএসইতে গত দিনের চেয়ে ১ কোটি ৭২ লাখ টাকার কম শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

আজ সিএসই তে মোট ১৫৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৪ টির, কমেছে ৪৫ টির এবং অপরিবর্তিত ছিল ৬৮ টি কোম্পানির।
আজ সিএসইতে দাম বৃদ্ধির শীর্ষে থাকা তালিকায় বিভিন্ন খাতের শেয়ার উঠে এসেছে।আজ সান লাইফ ইন্সুইরেন্স দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় ছিল।

আজ সিএসইতে দাম বৃদ্ধির শীর্ষে থাকা ১০ টি শেয়ার।

 

আজ বেশ কয়েকজন বিনিয়োগকারীকে বাজার নিয়ে জানতে চাইলে তাঁরা ঢাকা শেয়ার বাজার ডট কম কে জানান বিভিন্ন পেপার ও ইলেকট্রিক মিডিয়াতে বাজার উত্থানের নিউজ হচ্ছে কিন্তু দুঃখজনক হলেও সত্য বাজারে প্রায় ১৫০ কোম্পানির লেনদেন হচ্ছে ৫ হাজার শেয়ারের ও কম।একজন বিনিয়োগকারী ফান্ডামেন্টাল দেখে বিনিয়োগ করেন তিনি অতি দুঃখের সাথে জানালেন ভালো মৌলভিত্তিক কোম্পানি আছে তার কোডে কিন্তু সেই সব শেয়ারের লেনদেন হচ্ছে ১/২ সো করে যা সত্যিই দুঃখের ব্যাপার। আমার স্কয়ার ফার্মার শেয়ার আছে লাভে থাকা সত্ত্বেও আমি শেয়ার বিক্রি করতে পারছি না,অন্য  ৬/৭ টি শেয়ারের কোন টার লেনদেন হচ্ছে যা সত্যিই কষ্টকর ব্যাপার ।তিনি আক্ষেপ করে বল্লেন ভাবা যায় এসিআই লিমিটেডের মাত্র ৮০০ শেয়ার লেনদেন হয়েছে।বাটাসুর ২৬৩ টি শেয়ার লেনদেন হয়েছে,ব্যাটবিসির ১৮৩৬ টি শেয়ারের লেনদেন হয়েছে। লেনদেন হাজার কোটির কাছে হলেও আমাদের লাভ কি ? বাজারে ক্রয় বিক্রির বিধিনিষেধ আমাদের আটকিয়ে রাখছে।বাজারের এমন আচরণে হতাশা ব্যক্ত করেন  বিনিয়োগকারীরা।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার
error: বিষয়বস্তু সুরক্ষিত !!