গতকাল ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বল আটকাতে গিয়ে বোলিং-হ্যান্ডে ব্যথা পান শরিফুল ইসলাম। সেখানে অল্প ক্ষতের দেখা দিয়েছে। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী ব্যাপারটিকে উদ্বেগ হিসেবে উল্লেখ করেছেন।
নিউইয়র্কে গতকাল শনিবার (১ জুন) ভারতের বিপক্ষে ওয়ার্মআপ ম্যাচের ২০তম ওভারে বল করতে এসে আঘাত পান শরিফুল। হার্দিক পান্ডিয়ার একটি শট ঠেকাতে গিয়ে আঙুলে আঘাত পান তিনি। এরপরই মাঠ ছেড়ে যান, তাকে নিয়ে যাওয়া হয় পাশের এক হাসপাতালে। দেবাশীষ বলেন, ‘এখানে একজন হ্যান্ড সার্জন আছেন, শরিফুলকে দেখাতে নিয়ে যাওয়া হয়েছে।’
শরিফুল আঘাতটা পেয়েছেন বাঁহাতে। তর্জনী ও মাঝের আঙুলের মাঝামাঝি জায়গায় বলটা গিয়ে পড়ে। দেবাশীষ বলেন, ‘আপনারা জানেন যে ওর (শরিফুল) বোলিং-হ্যান্ডে ইনজুরি। তর্জনী ও মধ্যমার মাঝামাঝি জায়গায় একটা ক্ষত হয়েছে। হ্যান্ড সার্জন যিনি আছেন, তিনি এই ফিল্ডে এক্সপার্ট। তো আমরা আশা করছি, পজিটিভ কোনো খবর পেতেও পারি।’
শরিফুল গত কয়েক বছরে বাংলাদেশের অন্যতম সেরা পেসার। বিশেষ করে পাওয়ারপ্লেতে উইকেট তুলে নিতে তার দ্বারস্থই হন অধিনায়ক। এ পেসারের ইনজুরির ঘটনাটিকে তাই উদ্বেগজনক বলছেন বিসিবির চিকিৎসক। তিনি বলেন, ‘ইনজুরিটা দলের সবার জন্য বড় একটা কনসার্ন।’
৮ জুন ভোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। ওই ম্যাচে কি শরিফুল খেলতে পারবেন? শঙ্কা থেকেই যাচ্ছে। এমনকী এ চোটের কারণে তিনি আরও ম্যাচ মিস করেন কিনা, সেটাও প্রশ্ন। দেবাশীষ এখনই এসবের কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি জানান, ‘এই মুহূর্তে বলা কঠিন শরিফুল প্রথম ম্যাচে খেলবেন কিনা। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে তাকে বেস্ট চিকিৎসা দেয়ার।’
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।