ঢাকা শেয়ার বাজার

২০ মার্চ ২০২৫ বৃহস্পতিবার ৬ চৈত্র ১৪৩১

শরীয়তপুর কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

শরীয়তপুর জেলা কারাগারে বাবুল সিং (৩৮) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ই এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত বছর ১৭ জুন পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়। এরপর অনুপ্রবেশ আইনে পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশের করা মামলায় ওই দিনই তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

কারাগার সূত্রে জানা গেছে, কারাগারে মোট ২২ জন ভারতীয় নাগরিক বন্দি ছিলেন। তার মধ্যে বাবুল সিং বেশ কিছুদিন ধরে শারীরিক দুর্বলতায় ভুগছিলেন। শনিবার রাত ১০টার দিকে কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে কারাগার থেকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রবিবার ময়নাতদন্ত শেষে মরদেহ কারাগার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক শরিফ উর রহমান বলেন, ‘ভারতীয় ওই নাগরিককে যখন হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তখন তার ব্লাড প্রেশার ও পালস কম ছিল। রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।’

জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহিম বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে চিঠি লেখা হয়েছে। লাশ সুরতহাল করা হবে। এরপর লাশ কি করা হবে সে বিষয়ে কেন্দ্রীয় কারাগারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।’

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।