পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের (SHAHJABANK) ৩ শতাংশ বোনাস শেয়ার ইস্যু করার মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়ানোর জন্য সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ব্যাংকটি জানিয়েছে যে, বিএসইসি এ বছরের জন্য ৩ শতাংশ বোনাস শেয়ার ইস্যু করার মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়ানোর জন্য তার সম্মতি দিয়েছে। বোনাস শেয়ারগুলোর এনটাইটেলমেন্টের জন্য ২৩ ই মে ২০২৩, তারিখে রেকর্ড তারিখ নির্ধারণ করেছে৷ আগামী ২১ ই মে ও ২২ ই মে ব্যাংকটি স্পট মার্কেটে লেনদেন হবে।
উল্লেখ্য, ব্যাংকটি এবছরে এর ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল এর মধ্যে ১২ % নগদ লভ্যাংশ এবং ৩ শতাংশ বোনাস লভ্যাংশ। ইতিমধ্যেই ১২ % নগদ লভ্যাংশের রেকর্ড তারিখ শেষ হয়েছে।