শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের শেয়ারবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি চলতিঅর্থবছরের ৩য় প্রান্তিকের (জুলাই ২০২৪ – সেপ্টেম্বর ২০২৪) ও (জানুয়ারি ২০২৪ – সেপ্টেম্বর ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ ৩০ অক্টোবর ,২০২৪ অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনাও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।
৩য় প্রান্তিকে ব্যাংকটি গত ৩মাসে (জুলাই ২০২৪ – সেপ্টেম্বর ২০২৪) শেয়ার প্রতি আয়(Consolidated EPS) হয়েছে ১.০৬ টাকা। গত অর্থবছরেরএকই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় (EPS) ছিল ০.৮৬ টাকা।
অপরদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি ২০২৪ – সেপ্টেম্বর ২০২৪) ব্যাংকটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩.৬৫ টাকা। গতঅর্থবছরেরএকই সময়ে শেয়ার প্রতি আয় (Consolidated EPS) ছিল ৩.৩১ টাকা।
গত ৩০,সেপ্টেম্বর , ২০২৪ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদপ্রবাহ(NOCFPS) হয়েছে ৭.৮৪ টাকা যা আগের বছরে ছিল ১১.৯২ টাকাএবং শেয়ার প্রতিনিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ২৩.৩০ টাকা। যা আগের বছরে ছিল ২১.৬০ টাকা।