শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন (BSC) এর চলতি অর্থবছরের ৩য় প্রান্তিকের (জানুয়ারী ২০২৫ – মার্চ ২০২৫) ও (জুলাই২০২৪– মার্চ ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
গতকাল ২০ মে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।
৩য় প্রান্তিকে কোম্পানিটি গত ৩ মাসে (জানুয়ারী ২০২৫ – মার্চ ২০২৫ ) শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৪.৯৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় (EPS) ছিল ৪.৪৭ টাকা।
অপরদিকে চলতি হিসাব বছরের তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই ২০২৪ – মার্চ ২০২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১৪.৩৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (EPS) ছিল ১১.০৫ টাকা।
গত ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ(NOCFPS) হয়েছে ১৯.৫৮ টাকা, যা আগের বছরে ছিল ১৫.৮৪ টাকা।
গত ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ৯৮.৪৯ টাকা, যা আগের বছরে ছিল ১০১.৯৭ টাকা।