বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে বিশ্বের অন্যতম বড় গ্লোবাল কাস্টডিয়ান ব্যাংক ‘দ্য ব্যাংক অব নিউইয়র্ক মেলন (BNYM)’ এবং বাংলাদেশের আন্তর্জাতিক কাস্টডিয়ান ব্যাংক ‘এইচএসবিসি’ এর সাথে একটা সভা অনুষ্ঠিত হয়।
দেশের শেয়ার বাজারের উন্নয়ন, প্রযুক্তির আধুনিকীকরণ ও আন্তর্জাতিক বিনিয়োগ সম্প্রসারণের জন্য গুরুত্বপূর্ণ এ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২১ মে) অনুষ্ঠিত বৈঠকে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার ফরজানা লালারুখ, BNYM- এর ভাইস প্রেসিডেন্ট আহমেদ কাসেম, এইচএসবিসি বাংলাদেশের হেড অব গ্লোবাল কাস্টডিয়ান ইনস্টিটিউশনস মনির উদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম. নাজমুল হোসেন এবং ভাইস প্রেসিডেন্ট শাইলা আলম তৃষা উপস্থিত ছিলেন।
বৈঠকে শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি, বাজারের উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপ, বিএসইসির ভবিষ্যৎ পরিকল্পনা, বিদেশি বিনিয়োগের সম্ভাবনা, কর কাঠামো, আইন ও নীতিমালার সংস্কার এবং প্রযুক্তিগত অগ্রগতির বিষয়গুলো আলোচনা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় অটোমেশন, টি-প্লাস ওয়ান সেটেলমেন্ট প্রক্রিয়া এবং প্রযুক্তিনির্ভর বাজার ব্যবস্থাপনার ওপর।
এছাড়াও, বাংলাদেশে আন্তর্জাতিক মানসম্পন্ন কাস্টডি সুবিধা সম্প্রসারণ, আইনি ও নীতিমালায় যুগোপযোগী সংস্কার এবং বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানোর উপযোগী পরিবেশ তৈরির ওপর আলোচনা হয়। বৈঠকে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে এবং টেকসই ও আধুনিক শেয়ারবাজার কাঠামো গড়ে তুলতে বিদেশি অংশীদারদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।
এ সময় বিএসইসির চেয়ারম্যান বলেন, দেশের শেয়ারবাজারকে আরও বিনিয়োগ বান্ধব, আধুনিক ও বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করতে তারা নিরলস কাজ করে যাচ্ছে। এই ধরণের আন্তর্জাতিক অংশীদারিত্ব ভবিষ্যতে বিদেশি বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করবে বলে তিনি আশা প্রকাশ করেন।