ঢাকা শেয়ার বাজার

১৯ জানুয়ারি ২০২৫ রবিবার ৫ মাঘ ১৪৩১

শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোর জন্যে সুখবর

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

রাষ্ট্রায়ত্ত চিনিকল উৎপাদন শুরু করতে যাচ্ছে আগামী ১৫ নভেম্বর আখ মাড়াই চিনিউৎপাদনে যাবে নর্থ বেঙ্গল চিনি কল লিমিটেড। পর্যায়ক্রমে বাকি আটটি চিনিকল উৎপাদনশুরু করবে।

বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এই ৯টি কল চালু হলেও দীর্ঘদিন বন্ধ থাকা ছয়টি চিনিকল চালুর কোনো উদ্যোগ নেই। 

গতকাল সোমবার (১১ নভেম্বর) শিল্প মন্ত্রণালয় এক গেজেট প্রকাশের মাধ্যমে চিনিকলগুলো চালুর তারিখ ঘোষণা করে। ডিসেম্বর ঝিল বাংলা চিনি কল লিমিটেড ঘোষিত তারিখ অনুযায়ী, আগামী ২৯ নভেম্বর রাজশাহী চিনি কল লিমিটেড নাটোর চিনি কল লিমিটেড, ১৩ডিসেম্বর ঠাকুরগাঁও চিনি কল লিমিটেড, মোবারকগঞ্জ চিনি কল লিমিটেড ফরিদপুর চিনিকল লিমিটেড এবং ২০ ডিসেম্বর কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড জয়পুর হাটচিনি কল লিমিটেড উৎপাদন শুরু করবে। 

বাংলাদেশ চিনি খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) অধীনে সরকারি মোট ১৫টি চিনিকল রয়েছে। কুষ্টিয়া চিনি কল লিমিটেড, পঞ্চগড় চিনি কল লিমিটেড, পাবনাচিনি কল লিমিটেড, রংপুর চিনি কল লিমিটেড, শ্যামপুর চিনি কল লিমিটেড সেতাবগঞ্জচিনি কল লিমিটেড। বিএসএফআইসি আগেই জানিয়েছিল বন্ধ থাকা চিনিকলগুলো তারা পর্যায়ক্রমে চালু করবে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত চিনিকলগুলোর জন্যে সুখবর, কেননা বহুবছর পরে শুরু হতে যাচ্ছে কোম্পানিগুলির উৎপাদন ।

উল্লেখ্য, শেয়ার বাজারে  টি  চিনিকল তালিকাভুক্ত রয়েছে। এরমধ্যে টি কোম্পানি ঝিলবাংলা শ্যামপুর চিনি কল সরাসরি চিনি উৎপাদন করে এবং রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ডকোম্পানি লিমিটেড সরকারের মালিকানাধীন একটি যন্ত্রাংশ নির্মাতা সংস্থা যা চিনির কলগুলোর জন্য মেশিন এবং যন্ত্রাংশ তৈরি করে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।