ঢাকা শেয়ার বাজার

১৪ সেপ্টেম্বর ২০২৪ শনিবার ৩০ ভাদ্র ১৪৩১

শেয়ারবাজার নিয়ে গুজব ছড়ানোর দায়ে কারাগারে গেছেন এক ব্যক্তি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

দেশ যে এখন এক গুজবের আতুর ঘর। সব জায়গার সব কিছুতেই গুজবের ব্যাপক প্রবনতা।শেয়ার বাজার নিয়ে গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যতম, নিয়ে সজাগও আছেন কর্তৃপক্ষ।

শেয়ার বাজারে গুজব ছড়ানো একটি সাধারণ বিষয় হয়ে দাড়িয়েছে।ফেইসবুকের শেয়ারবাজার রিলেটেড গ্রুপ গুলিতে বিভিন্ন বাজার কারসাজিদের পক্ষ হয়ে কাজ করছে একদল দালাল ,তারা বিভিন্ন নামে বেনামে আইডি গ্রুপ খুলে বাজার নিয়ে নেতিবাচক গুজব ছড়িয়ে থাকে।শেয়ারবাজার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর দায়ে কারাগারে গেছেনএক ব্যক্তি। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) করা এক মামলায় মোঃ আবু রমিম ওরফে মইনউদ্দিন তামিম নামেরওই ব্যক্তিকে ১২ মার্চ কারাগারে প্রেরণ করেন আদালত।এখন কারাগার থেকে ওই ব্যক্তি কে রিমান্ডে আনার আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিটের (উত্তর) পরিদর্শক মোঃ দাউদ হোসেন। তিনি মামলার তদন্তকারী কর্মকর্তা।

ফেসবুকেবিডি স্টকস ডিসকাশননামের একটি গ্রুপে শেয়ারবাজার নিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার করতেন মইনউদ্দিন তামিম।

জানতে চাইলে পুলিশ পরিদর্শক দাউদ হোসেন বলেন, অভিযুক্ত আসামি ১২ মার্চ জামিনেরজন্য নিম্ন আদালতে হাজির হলে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে প্রেরণকরেন। এর আগে তিনি গত বছরের ২৩ নভেম্বর উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীনজামিন নেন। সেই জামিনের মেয়াদ শেষে তিনি নিম্ন আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনচান, কিন্তু তা নাকচ হয়। পরে আদালত থেকে বিষয়টি তদন্তকারী কর্তৃপক্ষকে জানানো হয়।তাই আমরা এখন আদালতে রিমান্ডের আবেদন জানিয়েছি।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সূত্রে জানাযায়, ফেসবুক শেয়ার বাজার রিলেটেড গ্রুপবিডি স্টকস ডিসকাশননামের একটি গ্রুপেশেয়ারবাজার নিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার করতেন মইনউদ্দিন তামিম।বিএসইসি দীর্ঘ সময় ফেসবুক গ্রুপটি ফলো করে নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর প্রমাণ পায়।তারই অংশ হিসেবে আবু রমিমের বিরুদ্ধে গত ২০ নভেম্বর রাজধানীর শেরেবাংলা নগরথানায় মামলা করা হয়। পরে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সাইবার অ্যান্ডস্পেশাল ক্রাইম ইউনিটে (উত্তর) স্থানান্তরিত হয়।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের করা মামলায় অভিযুক্ত আসামির স্থায়ী ঠিকানা উল্লেখ করা হয় ফেনীর দাগনভূঞা। আর অস্থায়ী ঠিকানাদেখানো হয় চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন চকবাজার এলাকায়। তবে মামলাটিরতদন্তকারী কর্মকর্তা দাউদ হোসেন বলেন, ‘মামলার এজাহারে অভিযুক্ত আসামির নামউল্লেখ ছিল আবু রমিম। তবে আমরা জেনেছি, তাঁর প্রকৃত নাম মইনউদ্দিন তামিম।

এই বিষয়ে জানতে চাইলে বিএসইসির মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘শেয়ারবাজার নিয়ে গুজব ছড়ানো বেশ কিছু ফেসবুক গ্রুপ সেগুলোর সঙ্গে জড়িত ব্যক্তিরাআমাদের নজরদারিতে রয়েছেন। এরই মধ্যে কিছু ফেসবুক গ্রুপ বন্ধ করা হয়েছে।কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।রেজাউল করিম জানান, সামাজিকযোগাযোগমাধ্যমে শেয়ারবাজার নিয়ে যেকোনো ধরনের গুজব ছড়ানো সিকিউরিটিজআইনে শাস্তিযোগ্য অপরাধ।

বাজার যখন নেতিবাচক থাকে তখনই এই সব চক্র বিভিন্ন গুজব ছড়িয়ে সাধারণবিনিয়োগকারীদের বিভ্রান্ত করে থাকেন। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ডএক্সচেঞ্জ কমিশন সব সময় এই বিষয়ে তৎপর থাকলে গুজবকারীরা সাধারণ মানুষদের ক্ষতি করতে পারবেনা।

 

 

 

 

 

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার
error: বিষয়বস্তু সুরক্ষিত !!