ঢাকা শেয়ার বাজার

৬ অক্টোবর ২০২৪ রবিবার ২১ আশ্বিন ১৪৩১

শেয়ারবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্যে প্রভিশনে ঋণ শতাংশ কমানো হলো

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

ব্যাংক ঋণের নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) রাখার নিয়ম শিথীল করলো বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক ও স্টক ডিলারদের লোনে ১ শতাংশ প্রভিশন সংরক্ষণ করতে বলা হয়েছে। এতদিন যার পরিমাণ ছিলো ২ শতাংশ।

আজ বৃহস্পতিবার ২রা ফেব্রুয়ারী ২০২৩, বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়, ২৩ সেপ্টেম্বর ২০১২ সালে (BRPD Circular No 14) বাংলাদেশ ব্যাংক ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক এবং স্টক ডিলারদের ঋণের জন্য ২ শতাংশ প্রভিশন রাখার নির্দেশ দেওয়া হয়।

তবে নতুন নিদর্শনা অনুযায়ী, ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক এবং স্টক ডিলারদের ঋণের বিপরীতে ব্যাংক গুলোকে ১ শতাংশ প্রভিশন সাধারণ সংরক্ষণ করতে হবে।

নতুন এই সুদ হার আগামী ৩০ মার্চ ২০২৩ থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

Author

  • ঢাকা শেয়ার বাজার

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

একটি রেসপন্স

  1. কেন্দ্রীয় ব্যাংকের এই নীতি ছাড়ের ফলে ব্যাংকগুলোর মুনাফায় ইতিবাচক প্রভাব পরার সম্ভাবনা আছে। কারণ, শেয়ারবাজারে ঋণ দিয়ে তাদের এখন সেই ঋণের বিপরীতে আগের চেয়ে অর্ধেক প্রভিশনিং করতে হবে। পাশাপাশিএছাড়েরকারণেব্যাংকগুলোশেয়ারবাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি ঋণ দিতে পারবে।যার ফলে মূল বাজারেও একটি ইতিবাচক গতি ফিরে আসবে হয়ত।
    তাছাড়া বিভিন্ন সূযোগ সুবিধা দেয়ার প্লান করছেন কর্তৃপক্ষ, পাশাপাশি বাজারে জুন ক্লোজিং ইপিএস এর চাপ কমে গিয়েছে, যার ফলে বাজার এখন শান্ত আচরণ করবে।
    সার্বিকভাবে বিশ্লেষণ করে দেখা যাচ্ছে আগামিতেআমরা ইতিবাচক একটি বাজার পেতে যাচ্ছি ইনশাআল্লাহ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার
error: বিষয়বস্তু সুরক্ষিত !!