আজ ২০ই ফেব্রুয়ারী ২০২৩, সপ্তাহের দ্বিতীয় দিন উভয় স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে আজকের বাজার শেষ হয়েছে।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল সূচক কমলে ও লেনদেন গত দিনের চেয়ে কিছুটা বেড়েছে। আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩২৬.৭২ কোটি টাকার শেয়ার। যা গতদিন ছিল ২৮৫.১৫ কোটি টাকার শেয়ার। আজ ডিএসইতে গত দিনের চেয়ে ৪১.৫৭ কোটি টাকার বেশি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
লেনদেনে আজ মূল সূচক ডিএসইএক্স সূচক ৯.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২১৮.৮৩ পয়েন্টে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ২.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৫৯.৮৭ পয়েন্টে। ডিএস ৩০ সূচক ০.২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২২২১.৭৬ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ২৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে মাত্র ১৪ টির, দাম কমেছে ১৪২ টির এবং দাম অপরিবর্তিত ছিল ১৪১ টির।
অপরদিকে দেশের ২য় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন গতদিনের চেয়ে কমেছে। আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৩.৪২ পয়েন্ট কমে সূচক অবস্থান করছে ১৮৩৬০.২১ পয়েন্টে।
আজ সিএসইতে মোট ২.৮৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকাল ছিল ৬.৪৯ কোটি টাকা। আজ সিএসইতে গত দিনের চেয়ে ৩.৬৬ কোটি টাকার কম শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
আজ সিএসই তে মোট ১০২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে মাত্র ১০ টির, কমেছে ৫২ টির এবং অপরিবর্তিত ছিল ৪০ টি কোম্পানির ।
আজ উভয় স্টক এক্সচেঞ্জেই লেনদেনের শুরু থেকেই বাজার নেতিবাচক ছিল যা শেষ পর্যন্ত পতন অব্যাহত ছিল।
বেশ কিছু হাউজে ঘুরে হাউজের অফিসারদের অলস সময় পার করতে দেখা গেল। একজন বিনিয়োগকারী আক্ষেপের সাথে বললেন এমন বাজার চলছে যে বাজারে টপ ২০ গেইনিং লিস্টের তালিকাও পূরণ হচ্ছেনা।