ঘুমন্ত শেয়ার বাজারে গতি বাড়াতে মিউচ্যুয়াল ফান্ডের বিনিয়োগ সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেবাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ ৩০ শে মার্চ ,২০২৩ অনুষ্ঠিত বিএসইসির ৮৬২ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে
শেয়ারবাজারের মিউচ্যুয়াল ফান্ডের বিনিয়োগ বর্তমান সীমা শতকরা ষাট ভাগ(৬০%) থেকে বাড়িয়ে আশি ভাগ (৮০%) করার সিদ্ধান্ত গৃহীত হয়। এখন থেকে শেয়ার বাজারে মিউচ্যুয়াল ফান্ডগুলো আরো ২০ শতাংশ বেশি বিনিয়োগ করতে পারবে। তাতে বাজারে তারল্য সংকট কেটে যাওয়ার পাশাপাশি লেনদেন অনেক বৃদ্ধি পাবে বলে জানা গেছে।
বিএসইসির চেয়ারম্যান সাহেবের মার্চ মাসে বাজার ভালো হবে ভালো কিছু খবর আসবে তার প্রতিশ্রুতি অনুযায়ী দুটি ভালো সুখবর আসল মার্চের শেষ দিকে এসে,প্রথমত ব্যাংকের এক্সপোজার গননা থেকে কর্পোরেট বন্ড, সুকুক, ডিবেঞ্জার বাদ আর ২য় টি আজ আসল।