ঢাকা শেয়ার বাজার

১৬ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার ৩ ফাল্গুন ১৪৩১

শেয়ার বাজার বাজার ঘুরছে চরকির মতো, বিনিয়োগকারীরা বুঝতেই পারছেন না কি হচ্ছে !

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

ইদানিং শেয়ার বাজার বাজার ঘুরছে চরকির মতো, বিনিয়োগকারীগন বুঝতেই পারছেন না কি হচ্ছে। এই বাড়ছে তো মূহুর্তেই আবার কমে যাচ্ছে। আবার কোন শেয়ার বামে হ্যাং হয়ে যাচ্ছে পরক্ষণেই আবার ইতিবাচক হচ্ছে। ভয় পেয়ে স্টপ লস দিচ্ছে অনেকেই। এক কথায় মানুষজন দারুন হতাশার মধ্যে দিয়ে বাজার অবলোকন করছে।

মুহুর্তের মধ্যে শেয়ারের আচরণ দেখে মানুষজন দারুন ভাবে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছেন, ট্রেডিংকরতেই পারছেন না। আজ যে সব শেয়ার টপ গেইনিং তালিকাতে থাকছে কাল সেটা চলেযাচ্ছে টপ লুজার তালিকাতে।

সংখায় অনেক শেয়ার  নিয়ে ফ্লোর ভেঙে লেনদেন হয়ে, পরক্ষনেই আবার ফ্লোরে চলে যাচ্ছে।

আজকের উভয় স্টক এক্সচেঞ্জের বাজার বিশ্লেষণে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল্য সূচকের উঠানামা মধ্য দিয়ে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। এদিন বেলা টা ১৫ পর্যন্ত ডিএসইতে ৪৪৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৬৯ পয়েন্টে। অন্যসূচকগুলো নেতিবাচক ধারাতে লেনদেন চলছে।

অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের নেতিবাচক ধারাতে লেনদেন চলছে। আজ সিএসইতে বেলা টা ১৫ পর্যন্ত কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।