গতকাল বুধবার ২২ শে মার্চ ২০২৩ ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই), দৈনিক সমকাল ও চ্যানেল ২৪– এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ‘প্রাক–বাজেট আলোচনা ২০২৩ – ২৪ বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক এক মতবিনিময় সভায় মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান শেয়ার বাজার নিয়ে বিভিন্ন মতামত, পরামর্শ ও আক্ষেপের কথা ব্যক্ত করেন।
তিনি বলেন দেশের শেয়ারবাজারের মৌলিক কাঠামোতেই সমস্যা রয়েছে, মৌলিক কাঠামো ঠিক হলে বাংলাদেশের শেয়ার বাজারের উন্নয়ন হবে। তিনি জোর দিয়ে বলেন মৌলিক কাঠামো সমাধান করার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সমস্যাটি হচ্ছে, শেয়ার বাজারের দৈনিক লেনদেনের ৮৫ থেকে ৯০ শতাংশই লেনদেন করেন ছোট বিনিয়োগকারীরা। আর ৫থেকে ১০ শতাংশ লেনদেন করেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। অথচ অন্যান্য দেশের শেয়ারবাজারে ৮০ শতাংশ বিনিয়োগ হচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের।
তিনি আরও বলেন, প্রায়ই শোনা যায় ছোট বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে হবে। কিন্তু তাঁদের সুরক্ষা দেওয়া সরকারের দায়িত্ব নয়। তিনি আরও বলেন, ‘ছোট বিনিয়োগকারীদের উচিত প্রতিষ্ঠানের মাধ্যমে বিনিয়োগ করা। আমাদের দেশে যেটি হচ্ছে, ব্রোকারেজ হাউসের মাধ্যমে বিনিয়োগ করলেও সিদ্ধান্ত আমরাই নিচ্ছি। তারপর যদি আমি ভুল করি, সরকারের দায়িত্ব হবে সেটি পুষিয়ে দেওয়া। ভেরি নাইস। আমাদের এই মানসিকতা থেকে বের হতে হবে।’
সালমান এফ রহমান আরও বলেন, ‘আমাদের শেয়ারবাজারকে এগিয়ে নিতে হলে বন্ড মার্কেটের উন্নয়ন করতে হবে।’ এ জন্য বাজেটে কর অব্যাহতিসহ যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেগুলো করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম, সংসদ সদস্য মোঃ শফিউল ইসলাম মহিউদ্দিন, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের বর্তমান সভাপতি জসিম উদ্দিন ও সাবেক সভাপতি এ কে আজাদ প্রমুখ বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন ঢাকা চেম্বারের সভাপতি সামির সাত্তার।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের শেয়ার বাজারনিয়ে দেয়া বক্তব্যের চুম্বক অংশ (দেশের শেয়ারবাজারের মৌলিক কাঠামোতেই সমস্যা রয়েছে,মৌলিক কাঠামো ঠিক হলে বাংলাদেশের শেয়ার বাজারের উন্নয়ন হবে।) নিয়ে বিভিন্ন বাজার বিশ্লেষক ও অভিজ্ঞ বিনিয়োগকারীদের কাছে এই বিষয় নিয়ে জানতে চাইলে তারা জানান যেহেতু উনি বুঝতে পারছেন দেশের শেয়ার বাজারের মৌলিক কাঠামোগত সমস্যার কারণে বাজারের উন্নয়ন হচ্ছেনা, তাহলে দেশের বৃহত্তর সার্থে কেন এই কাঠামোর উন্নয়ন করা হচ্ছেনা এই প্রশ্ন তাদের এবং আপামর সারা দেশের বিনিয়োগকারীদের।