ঢাকা শেয়ার বাজার

৫ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার ২০ অগ্রহায়ণ ১৪৩১

আর্থিক গোয়েন্দা সংস্থার নজরে শেয়ারবাজারের দুর্নীতিবাজদের একাংশ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

দেশের শেয়ারবাজার অস্থির করার পেছনে পেছনে যে সব দুর্নীতিবাজ  ছিলেন, এমন আলোচিত আট ব্যক্তি আর্থিক গোয়েন্দা সংস্থার নজরে এসেছে। আলোচিত আট ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।আজ মঙ্গলবার(২০ আগস্ট) আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এসংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলা হয়েছে। 
ব্যাংক হিসাব স্থগিতের  তালিকায় রয়েছেন  বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের ছেলে জুহায়ের সারার ইসলাম, মার্চেন্ট ব্যাংকারদের সংগঠন (বিএমবিএ) সাবেক সভাপতি মো. ছায়েদুর রহমান,শেয়ারবাজারের আলোচিত ব্যক্তি জাভেদ এ মতিন, শেয়ারবাজারের আলোচিত কারসাজিকারক মো. আবুল খায়ের হিরু, সম্পদ ব্যবস্থাপক কোম্পানি সিডাব্লিউটির মনিজা চৌধুরী, সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, মো. দেলোয়ার হোসাইন ও শরিফুল ইসলাম। তাৎক্ষণিকভাবে মো. দেলোয়ার হোসাইন ও শরিফুল ইসলাম এই দুজনেরবিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
উক্ত আট ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিত করার পাশাপাশি একই সঙ্গে তাদের ব্যক্তি ও মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে।হিসাব জব্দ করাদের ব্যক্তিগত ও ব্যাবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাক‌বে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পরবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।
 বিএফআইইউর এসংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, উল্লিখিত ব্যক্তি ও তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে অতীতে ও বর্তমানে কোনো হিসাব থাকলে তা ৩০ দিনের জন্য স্থগিতের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি এসব হিসাবের বিস্তারিত তথ্য পাঁচ কার্যদিবসের মধ্যে বিএফআইইউর কাছে জমা দিতে বলা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, স্থগিত করা সব ব্যাংক হিসাবের সংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী প্রভৃতি তথ্য সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো চিঠি দেওয়ার তারিখ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে বিএফআইইউর কাছে পাঠাবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার
error: বিষয়বস্তু সুরক্ষিত !!