খাজা ইক্যুইটি সার্ভিসেস লিমিটেডের (DSE TREC # 10) ব্যবস্থাপনা পরিচালক এবং শেয়ার হোল্ডার প্রতিনিধি এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের সাবেক ভাইস চেয়ারম্যান ও পরিচালক, খাজা গোলাম রসুল গতকাল ১২ মার্চ ২০২৩ তারিখে রাতে গুলশানে তার নিজ বাসভবনে ৬৭ বছর বয়সে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের প্রথম জানাজা আজ ভোরে গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়েছে এবং ২য় জানাজা সিরাজগঞ্জের এনায়েতপুর পাক দরবার শরীফে অনুষ্ঠিত হবার পরে, তাকে সিরাজগঞ্জের এনায়েতপুরে পারিবারিক কবরস্থান দাফন করা হবে বলে জানিয়েছে, ডিএসইর নিউজ বিভাগের মাধ্যমে।