ঝালকাঠির রাজাপুর থানার ৬নং মঠবাড়ি ইউনিয়নের বাঘড়ি বাশতলা নিবাশি সাইদুর রহমান ছান্টু (চেয়ারম্যান আবদুল হক নান্টুর ছোট ভাই) আজ বিকাল (আনুমানিক )৩ টার দিকে মৃত্যু বরণ করেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের নামাজের জানাজা আগামিকাল সকাল ১০ টায় ,বাঘড়ি বাশতলার ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গতকাল সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়ে আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতে ছিলেন।