ঢাকা শেয়ার বাজার

২০ মার্চ ২০২৫ বৃহস্পতিবার ৬ চৈত্র ১৪৩১

সপ্তাহের শেষ দিন উভয় স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন কমেছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

আজ বৃহস্পতিবার ২রা মার্চ ২০২৩, মাসের ২য় দিন উভয় স্টক এক্সচেঞ্জের সূচক ও লেনদেন গতদিনের চেয়ে  কমেছে। 
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল সূচক শুরুতেই কিছু সময় ইতিবাচক প্রবনতার মধ্য দিয়ে শুরু হলেও, সকাল ১০.২০ মিনিটের পরে নেতিবাচক ধারাতে চলে যায়।
অবশ্য দিন শেষে বাজার ইতিবাচক ধারাতে চলে আসার চেস্টা করে, ও দিন শেষে সূচক গতকালের চেয়ে মাত্র ১ পয়েন্ট কমে আজকের লেনদেন শেষ করে।
আজ  ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪২৭.৭২ কোটি টাকার শেয়ার। যা গতদিন ছিল ৪৫২.৪০ কোটি টাকার শেয়ার। আজ ডিএসইতে গত দিনের চেয়ে ২৪.৬৮ কোটি টাকার কম শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
লেনদেনে আজ মূল সূচক ডিএসইএক্স সূচক ০.৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২১৩.৭৪ পয়েন্টে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৫৭.২৮ পয়েন্টে। ডিএস ৩০ সূচক ২.০৫  পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২২১৬.২৮ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩০৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭২ টির, দাম কমেছে ৮৮ টি এবং দাম অপরিবর্তিত ছিল ১৪৯  টির।
অপরদিকে দেশের ২য় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক ও লেনদেন গতদিনের চেয়ে কমেছে। আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৫.১৬ পয়েন্ট কমে সূচক অবস্থান করছে ১৮৩২১.২৩ পয়েন্টে।
আজ সিএসইতে মোট ৮.১৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকাল ছিল ১৬.৪৬  কোটি টাকা। আজ সিএসইতে গত দিনের চেয়ে ৮.৩২ কোটি টাকার কম শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
আজ সিএসই তে মোট ১০৮  টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৩ টির, কমেছে ৩২ টির এবং অপরিবর্তিত ছিল ৪৩ টি কোম্পানির।
আজ উভয় স্টক এক্সচেঞ্জেই শুরুতে গতি নিয়ে লেনদেন শুরু হলেও, দিন শেষে উভয় স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন নেতিবাচক ধারাতে শেষ হয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।