ঢাকা শেয়ার বাজার

৫ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার ২০ অগ্রহায়ণ ১৪৩১

সব ধরনের আয় “করমুক্ত” থাকার খবরে ঘুম ভাঙবে কি মিউচুয়াল ফান্ডের!

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

দেশের পুঁজিবাজারে অনুমোদিত মিউচুয়াল ফান্ড, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডসহ ধরনের তহবিলের যেকোনো ধরনের আয় করমুক্ত থাকবে বলে আয়কর আইনে নতুন এই বিধান যুক্ত করা হয়েছে।

মিউচুয়াল ফান্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ছাড়াও বিকল্প বিনিয়োগ তহবিল রিয়েল এস্টেটইনভেস্টমেন্ট ট্রাস্টের যে কোন ধরনের আয় সুবিধা পাবে।

মূলত দীর্ঘদিন ধরে মিউচুয়াল ফান্ডের যেকোনো ধরনের আয় করমুক্ত সুবিধা পেয়ে আসছিল। কিন্তু গত বছর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা নির্দেশনার কারণে তালিকাভুক্ত কিছু কোম্পানি মিউচুয়াল ফান্ডের প্রাপ্য লভ্যাংশ বিতরণের সময় কর কেটে রাখে ছিল। যার ফলে বিভ্রান্তি দেখা দেয়। নতুন আয়কর আইনে বিষয়টি অন্তর্ভুক্ত করার ফলে নিয়ে বিভ্রান্তির অবসান হলো।

নতুন সিদ্ধান্তের ফলে এখন থেকে কোনো মিউচুয়াল ফান্ড তালিকাভুক্ত কোন কোম্পানিতে বিনিয়োগ করে যে লভ্যাংশ পাবে, সে ক্ষেত্রে লভ্যাংশ বিতরণকারী কোম্পানি কোন কর কেটে রাখতে পারবে না। যার ফলে মিউচুয়াল ফান্ডের আয় বাড়বে। তবে মিউচুয়াল ফান্ডগুলো যখন বিনিয়োগকারীদের লভ্যাংশ বিতরণ করবে, তখন ব্যক্তি শ্রেণির বিনিয়োগকারীদের ক্ষেত্রে ১০ শতাংশ কোম্পানি বিনিয়োগকারীর ক্ষেত্রে ২০ শতাংশ কর কেটে রাখবে।

পুঁজিবাজারের মিউচুয়াল ফান্ডের আয়ের কয়েকটি খাত রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ব্যাংকে টাকা রেখে সুদ আয়, তালিকাভুক্ত কোম্পানিতে বিনিয়োগের বিপরীতে লভ্যাংশ আয়, বন্ডে বিনিয়োগের বিপরীতে কুপন বা সুদ আয়। আর তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে মূলধনি আয় বা ক্যাপিটাল গেইন। এখন থেকে এসব আয় পুরোপুরি কর মুক্ত থাকবে বলে নতুন আয়কর আইনে বলা হয়েছে।

 

দেখা যাক সব ধরনের আয় “করমুক্ত” থাকার খবরে ঘুম ভাঙবে কি মিউচুয়াল ফান্ডের?

সার্বিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে, নতুন এই বিধান যুক্ত করার ফলে পুঁজিবাজারের তালিকাভুক্ত মিচুয়াল ফান্ডগুলোর আয় আগের চেয়ে বাড়বে যার ফলে হয়তো ফ্লোরে আটকে থাকা এই খাতে প্রান চাঞ্চল্য সৃষ্টি হবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার
error: বিষয়বস্তু সুরক্ষিত !!