ঢাকা শেয়ার বাজার

৮ নভেম্বর ২০২৫ শনিবার ২৩ কার্তিক ১৪৩২

সর্বকালের সবোর্চ্চ দামে বিটকয়েন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

সর্বকালের সবোর্চ্চ দামের রেকর্ড এক লাখ ২৫ হাজার ডলার ছাড়িয়েছে বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল ক্রিপ্টোমুদ্রা বিটকয়েন।

বিশ্বের বাজারমূল্য অনুযায়ী, রোববার নতুন রেকর্ড ছুঁয়েছে বিটকয়েনের দাম এবং জিএমটি সময় অনুসারে সকাল ৫টা ১২ মিনিটে প্রায় দুই দশমিক সাত শতাংশ বেড়ে বিটকয়েনের দাম দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ২৪৫.৫৭ ডলারে।

এর আগে, এ বছরের আগস্টের মাঝামাঝি সময়ে বিটকয়েনের দাম হয়েছিল এক লাখ ২৪ হাজার ৪৮০ ডলার।

ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের অনুকূল নিয়মনীতি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শক্তিশালী চাহিদা বিটকয়েনের দাম বেড়ে যাওয়ায় সহায়ক ভূমিকা রেখেছিল বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

শুক্রবার টানা অষ্টম দিনের মতো বিটকয়েনের দাম বেড়ে যায়। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে সাম্প্রতিক লাভ ও বিটকয়েনভিত্তিক ‘এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড’ বা ইটিএফ বিনিয়োগ প্রবাহ ক্রিপ্টোমুদ্রাটির এই বৃদ্ধিকে আরও ত্বরান্বিত করেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে শাটডাউনের আশঙ্কা তৈরির ফলে বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ অনিশ্চয়তার কারণে দেশটির অন্যান্য মুদ্রার তুলনায় শুক্রবার মার্কিন ডলারের দরপতন ঘটে এবং অর্থনীতির দিক নির্ধারণে সাহায্য করে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেমন– চাকরি বা বেতনের পরিসংখ্যান প্রকাশ বিলম্বিত হচ্ছে। এ পরিস্থিতির কারণে বিনিয়োগকারীরা একটু দ্বিধায় পড়েছেন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।