পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক(SBACBANK) এর স্পন্সর ডিরেক্টর হাজী শাখাওয়াত আনোয়ারা আই হসপিটাল লিমিটেড,
কোম্পানির অন্যতম স্পন্সর ডিরেক্টর তাদের পূর্বে ঘোষিত বিদ্যমান বাজার মূল্যে কোম্পানির তার সম্পূর্ণ হোল্ডিং ৩,৪৮,২১,৫৬৩ টি শেয়ার বিক্রি সম্পন্ন করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ০৭ ডিসেম্বর, ২০২২ তারিখে প্রচারিত ঘোষণা অনুযায়ী।