আজ ৮ই ফেব্রুয়ারী ২০২৩, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা ষ্টক এক্সচেঞ্জে ব্লকে ৬৮ টি শেয়ারের মোট লেনদেন হয়েছে ৭১.৪৫ কোটি টাকা। গতকাল ব্লকে মোট ৬২ টি কোম্পানির ট্রেড হয়েছে ৬৩.২৫ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন বেশি হয়েছে ৮.২০ কোটি টাকা।
আজকের ব্লকে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের(ISLAMIBANK), লেনদেন হয়েছে মোট ৯.৮৯ লাখ শেয়ার। এর পরে বেশি লেনদেন হয়েছে আইপিডি ফাইনান্সের ৮.৫৮ লাখ, জেনারেশন নেক্সটের ৮.২০ লাখ, সিপার্লের ৬.৭৩ লাখ ও মেট্রো স্পিনিং এর ৬.৭২ লাখ শেয়ার।
এছাড়া আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিপার্ল বিচের (SEAPEARL)। এর পরেই উল্লেখযোগ্য লেনদেন হয়েছে সোনালি পেপারের, আইপিডি ফাইনান্সের, স্কয়ার ফার্মার ও গ্রামীন ফোনের।
আজ ব্লকে ৭১.৪৫ কোটির লেনদেনের মধ্যে শুধুমাত্র সিপার্ল বীচ কোম্পানিরই লেনদেন হয়েছে প্রায় ১৮ কোটি টাকার।
উল্লেখ্য, আজকের ব্লক মার্কেটে লেনদেন হওয়া মোট টাকার প্রায় ২৫% ই একটি কোম্পানির লেনদেন।
ফ্লোরের নিচে ১০% কমে ব্লক মার্কেটে লেনদেন হবার পর থেকে ৫ লাখ টাকার উপরে প্রতিদিন বিভিন্ন কোম্পানির লেনদেন হচ্ছে। গড়ে প্রতিদিন ৬০/৭০ টি কোম্পানির ব্লকে মার্কেটে লেনদেন হচ্ছে। ফ্লোর দামের ১০%কমে লেনদেনের সুযোগ দেয়ার পর থেকে রীতিমতো বড় বিনিয়োগকারীগন প্রশোজনে ১০% কমে শেয়ার বিক্রি করে তাদের প্রয়োজন মিটাতে পারছেন।
গত জানুয়ারি থেকে ১৭ টি হাউজে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় জানতে হাউজে যাওয়ার কারণে সেই সব হাউজের বিনিয়োগকারীদের সাথে কথা বলে তাদের আক্ষেপের কথা শুনতে হয়েছে। তাদের দাবি ব্লক মার্কেটে লেনদেনে যাতে ৫
লক্ষ্য টাকার বাধ্যবাধকতা তুলে দেয়া হয়। তাদের দাবি ১,২ লক্ষ টাকাতে ব্লক মার্কেটে লেনদেন করতে, পারলে তারা উপকৃত হতেন।
একটি রেসপন্স
ঢাকা শেয়ার বাজার পত্রিকাকে ধন্যবাদ আমাদের মনের কথা প্রকাশ করার জন্যে।