শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিভিও প্রেট্রো কেমিক্যাল রিফাইনারি লিমিটেড (CVO) চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (অক্টোবর ২০২৪, ডিসেম্বর ২০২৪) ও (জুলাই ২০২৪, ডিসেম্বর ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ ২০ জানুয়ারি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
২য় প্রান্তিকে কোম্পানিটি, গত ৩ মাসে (অক্টোবর ২০২৪-ডিসেম্বর ২০২৪) শেয়ার প্রতি আয় হয়েছে ০.৯৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় ছিল ০.৬৬ টাকা। গত ৩ মাসে কোম্পানিটির আয় আগের চেয়ে ৪৫ শতাংশ বেড়েছে।
দুই প্রান্তিক মিলে তথা ৬ মাসে কোম্পানিটির (জুলাই ২০২৪ ডিসেম্বর ২০২৪) শেয়ার প্রতি আয় হয়েছে ১.৮৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৬ মাসে শেয়ার প্রতি আয় ছিল ১.৭৬ টাকা। গত ৬ মাসে কোম্পানিটির আয় আগের চেয়ে ৭ শতাংশ বেড়েছে।
গত ৩১শে ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ২ টাকা, যা আগের বছরে ছিল ০.৭৮ টাকা এবং কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (NAVPS) হয়েছে ১১.১৯ টাকা। যা আগের বছর শেয়ার প্রতি সম্পদমূল্য ছিল ৯.৭৪ টাকা।
কোম্পানিটি ২০২৩/২৪ অর্থবছরে শেয়ার হোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
সিভিও প্রেট্রো কেমিক্যাল রিফাইনারি লিমিটেড ১৯৯০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫০ কোটি ও পরিশোধিত মূলধন ২৭ কোটি ৭০ লাখটাকা। মোট শেয়ার সংখ্যা ২ কোটি ৭৭ লাখ ৬৯ হাজার ৫০০। এর মধ্যে ৪৫.৩১ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া ১৬.৫৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.৪১ শতাংশ বিদেশি বিনিয়োগকারী ও বাকি ৩৭.৬৯ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।