পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতে মোট সাতটি কোম্পানি আছে। এর মধ্যে দুইটি কোম্পানি (হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড ও লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড) ডিসেম্বর ক্লোজিং, বাকি ৫ টি জুন ক্লোজিং শেয়ার।
ডিসেম্বর ক্লোজিং হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড ও লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড কোম্পানি দুটি ১ম প্রান্তিক ইপিএস ঘোষণা করেছে। প্রথম প্রান্তিকে কোম্পানি দুটির মুনাফা আগের চেয়ে অনেক বেড়েছে এর মধ্যে হাইডেলবার্গ সিমেন্টের গত প্রান্তিকের চেয়ে মুনাফা রেকর্ড পরিমান বেড়েছে। এছাড়া লাফার্জ হোলসিমের ও মুনাফা বেড়েছে উল্লেখযোগ্য ভাবে।
উল্লেখ্য, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড ও লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড কোম্পানি দুটি বহুজাতিক কোম্পানি হবার কারণে কোম্পানি দুটি ডিসেম্বর ক্লোজিং, কোম্পানি দুটির মধ্যে গত অর্থবছরে বিনিয়োগকারীদের হাইডেলবার্গ সিমেন্ট ১০% শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। যার রেকর্ড তারিখ গত ২২ মে ২০২৩ তারিখে শেষ হয়েছে।
অপরদিকে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড কোম্পানিটি গতবছর বিনিয়োগকারীদের ৪৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। যার রেকর্ড তারিখ ইতিমধ্যেই শেষ হয়েছে।
জুন ক্লোজিং পাঁচটি কোম্পানির মধ্যে ইতিমধ্যেই সবগুলোই ৩য় প্রান্তিক ইপিএস দেয়া শেষ করেছে। এর মধ্যে এরামিট সিমেন্ট উভয় প্রান্তিকই লোকসান করেছে। কনফিডেন্স সিমেন্টের মুনাফা আগের চেয়ে কিছুটা কমেছে। ক্রাউন সিমেন্ট গত ৯ মাসে রেকর্ড পরিমান মুনাফা করেছে আগের চেয়ে। মেঘনা সিমেন্টের উভয় প্রান্তিকে মুনাফা কমেছে। প্রিমিয়ার সিমেন্ট গত প্রান্তিকে রেকর্ড পরিমান মুনাফা করলে ৩ প্রান্তিক মিলে গত বছরের চেয়ে ২৪ শতাংশ বেশি মুনাফা বেড়েছে।
সিমেন্ট খাতের মধ্যে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড কোম্পানিটি এই খাতের সেরা শেয়ার হলেও বহুদিন যাবৎ বিনিয়োগকারীরা তেমন কোন উল্লেখযোগ্য মুনাফা পায়নি। তবে সার্বিকভাবে বিশ্লেষণ করলে ভবিষ্যতে শেয়ার টি আগামীতে বিনিয়োগকারীদের ভালো মুনাফা দিতে পারে। সে জন্যে কোম্পানিটিকে বিনিয়োগকারীরা সম্ভবানাময় শেয়ার হিসাবে ওয়াচ লিস্টে রাখবে হয়তো।
এখাতের অন্য দুটি কোম্পানি খাত বিচারে বেশ ভালো মানের, কোম্পানি দুটো হলো কনফিডেন্স সিমেন্ট ও হাইডেলবার্গ সিমেন্ট। তবে কোম্পানি দুটির বিনিয়োগকারীদের জন্যে অনেক দিন যাবৎ আশানুরূপ সাফল্য দেখাতে পারেনি। এই খাতের প্রিমিয়ার সিমেন্ট ও মেঘনা সিমেন্ট শেয়ার দুটি অনেকদিন যাবৎ বাজারে তেমন কোন লেন হচ্ছেনা।
অর্থনৈতিক সংকটের কারণে এবং ডলারের দাম বেড়ে যাবার কারণে কোম্পানি গুলো ভালো মুনাফা করতে পারেনি কয়েক মাস যাবৎ।
সদ্য প্রস্তাবকৃত ২০২৩-২৪ বাজেটে প্রস্তাব হয়েছে সিমেন্টের দাম বাড়বে, তবে সিমেন্ট দাম কিভাবে বাড়াবে এই বিষয় বিস্তারিত জানা যায়নি।
দেশ এগিয়ে যাচ্ছে, দেশের উন্নয়ন ও হচ্ছে দ্রুত গতিতে, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে সিমেন্ট খাতের গুরুত্ব অপরিসীম। দেশ যত এগিয়ে যাবে সিমেন্ট খাতের ব্যবসা ততই প্রসারিত হতে পারে আগামীতে।
এই খাতের শেয়ারগুলোর মধ্যে মানুষ ব্যবহারের দিক দিয়ে হোলসিম হাইডেলবার্গ ও প্রিমিয়ার সিমেন্ট ই বেশি ব্যবহার করেন আবার পুঁজিবাজারে ও এই ৩ টি শেয়ারের বেশ চাহিদা রয়েছে।
সার্বিকভাবে বাজার বিশ্লেষণ করলে এই খাতের শেয়ার বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় থাকবে, ভবিষ্যতে এই খাতের শেয়ার বিনিয়োগকারীদের ভালো মুনাফা এনে দিবে হয়তো।
একটি রেসপন্স
আমাদের বাংলাদেশের স্টক মার্কেটে একটি বড় গ্রুপ Lowpaid শেয়ার দিয়ে কোটি কোটি টাকা আয় করেছেন এবং একটি গ্রুপ ক্রমাগত লোকসান করছে গত দুইদিন পূর্বে এত ভালো নিউজ আসলো সিমেন্ট কোম্পানি তারপরে দেখেন কি অবস্থা