পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতে মোট ৫ টি কোম্পানি আছে। এর মধ্যে ১ টি কোম্পানি (আরএকে সিরামিক লিমিটেড)ডিসেম্বর ক্লোজিং ,বাকি ৪ টি জুন ক্লোজিং।
জুন ক্লোজিং ৪ টি কোম্পানির মধ্যে ইতিমধ্যে ২ টির ২য় প্রান্তিক ইপিএস ঘোষণা করেছে। কোম্পানি ২ টি হলো শাইন পুকুর সিরামিক লিমিটেড ও মুন্নু সিরামিক লিমিটেড।
২ টি কোম্পানি এখনো ইপিএস দেয়ার তারিখ জানায়নি ,কোম্পানি ২ টি হলো ফুয়াং সিরামিক লিমিটেড ও স্টান্ডারড সিরামিক লিমিটেড।
উল্লেখ্য আরএকে সিরামিক মাল্টি ন্যাশনাল কোম্পানি হবার কারণে কোম্পানিটি জুন ক্লোজিং,কোম্পানিটি এ বছর বিনিয়োগকারীদের ১০% শতাংশ লভ্যাংশ দিয়েছে।যার রেকর্ড ডেট ১৬ ফেব্রুয়ারিতে এবং এজিএম হবে ৩০ শে মার্চ,২০২৩ তারিখে।
উল্লেখ্য, যে ২ টি কোম্পানির ২য় প্রান্তিক ইপিএস ঘোষণা করেছে এর মধ্যে শাইন পুকুর সিরামিক কোম্পানির উভয় প্রান্তিকে মুনাফা বেড়েছে গত কয়েক বছরের তুলনায়।
কোম্পানি টি এই সেক্টরের সেরা শেয়ার হলেও বহুদিন যাবৎ বিনিয়োগকারীরা তেমন কোন উল্লেখযোগ্য মুনাফা পায়নি ,তবে সার্বিকভাবে বিশ্লেষণ করলে ভবিষ্যৎ শেয়ার টি বিনিয়োগকারীদের ভালো মুনাফা দিতে পারে।সে জন্যে কোম্পানিটিকে বিনিয়োগকারীগন সম্ভবানাময় শেয়ার হিসাবে ওয়াচ লিস্টে রাখবে হয়ত।
অন্যটি মুন্নু সিরামিক লিমিটেড কোম্পানিটির উভয় প্রান্তিকে মুনাফা আগের চেয়ে কমেছে।কেন মুনাফা কমেছে সে ব্যাপারে কোম্পানিটি ব্যাখ্যা দিয়েছে।মুন্নু সিরামিকের EPS, NAVPS এবং NOCFPS কমার কারণ হিসাবে জানিয়েছে অর্থনৈতিক পরিস্থিতির কারণে বাজারের চাহিদা কম থাকায় এই সময়ে কোম্পানির রাজস্ব কমে যাওয়ায় EPS কমেছে যা বিক্রির উপর প্রভাব ফেলেছে। ব্যাংক ঋণ পরিশোধের জন্য কোম্পানিটি জমি বিক্রি করায় এনএভিপিএস কমেছে। তুলনামূলকভাবে সরবরাহকারীদের বেশি নগদ প্রদানের কারণে NOCEPS হ্রাস পেয়েছে।
সিরামিক খাতের ৫ টি কোম্পানির মধ্যে ৩ টি গৃহস্থালি নিত্যপন্যের সামগ্রী উৎপাদন করে ও ২টি কোম্পানি স্যানিটারি সামগ্রী উৎপাদন করে।
গৃহস্থালি নিত্যপন্যের সামগ্রী কোম্পানি ৩ টি হলো শাইন পুকুর সিরামিক লিমিটেড ,মুন্নু সিরামিকলিমিটেড ও স্টান্ডারড সিরামিক লিমিটেড। এই ৩ টি কোম্পানির মধ্যে বাজার ও চাহিদার দিক দিয়ে শাইনপুকুর এগিয়ে।
এবং স্যানিটারি সামগ্রী উৎপাদন করে আরএকে সিরামিক লিমিটেড ও ফুয়াং সিরামিক লিমিটেড, এই ২ টি কোম্পানির মধ্যে বাজার ও চাহিদার দিক দিয়ে আরএকে সিরামিক এগিয়ে।তবে ফুয়াং সিরামিক ও সম্ভাবনাময় কোম্পানি হিসাবে অগ্রসর হচ্ছে।
উল্লেখ্য গত ৩/৪ মাসের বাজার পরিক্রমায় সিরামিক খাতের প্রতি বিনিয়োগকারীদের তেমন কোন সুনজর দেখা যায় নি, তবে গত সপ্তাহে এই খাতের শাইন পুকুর সিরামিক প্রতি বিনিয়োগকারীদের কিছুটা চাহিদা পরিলক্ষিত হয়েছে।
একটি রেসপন্স
অসাধারণ সুন্দর ।অন্য সেক্টর গুলির ও এমন ভাবে ধারাবাহিক আলোচনা করলে আমরা উপকৃত হতাম।