পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের খাতের কোম্পানি সিপার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড (SEAPEARL) মনোনীত পরিচালক নিয়োগ দিয়েছে।
কোম্পানি জানিয়েছে যে, পরিচালনা পর্ষদ মিসেস নাসিমা আক্তার মিলাকে (সিপার্ল সুন্দরবন ইকো রিসোর্ট লিমিটেডের প্রতিনিধি) হিসাবে,সিপার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেডের বোর্ডে মনোনীত পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে৷
খবর টি আজ ডিএসইর নিউজ বিভাগে প্রকাশিত হয়েছে।