পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেডের (SEAPEARL) চলতি অর্থবছরের ৩য় প্রান্তিকের ইপিএস দেয়ার তারিখ জানিয়েছে।
কোম্পানিটির ৩১ শে মার্চ ২০২৩ তারিখে শেষ হওয়া (জানুয়ারী ২০২৩ – মার্চ ২০২৩) ও (জুলাই ২০২২ – মার্চ ২০২৩)
তৃতীয় ত্রৈমাসিকের (কিউ-৩) সময়ের জন্য কোম্পানির অনিরীক্ষিত আর্থিক বিবৃতি পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করবে।
আগামী ১৭ই এপ্রিল ২০২৩, বেলা ২ টায় সভা অনুষ্ঠিত হবে।
গতবছর কোম্পানিটির ৩য় প্রান্তিকের, ৩ মাসের (ইপিএস) আয় ছিল ০.৩৫ টাকা এবং ৯ মাসের আয় (ইপিএস) ছিল ১.০৭ টাকা।
উল্লেখ্য, ইতিমধ্যেই কোম্পানিটির গত ৬ মাসের আয় হয়েছে ৩.৫০ টাকা, অপরদিকে গত বছরের ৯ মাসের আয় ছিল ১.০৭ টাকা।
খবর টি আজ ডিএসইর নিউজ বিভাগে প্রকাশিত হয়েছে।