ঢাকা শেয়ার বাজার

৫ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার ২০ অগ্রহায়ণ ১৪৩১

সুস্থ হার্ট সুস্থ জীবন: ৯ম ও শেষ পর্ব

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

কিভাবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আনবেনপ্রেসার স্বাভাবিক রাখবেন ?

নিম্নের নিয়মগুলো মেনে চলুন। আশা করি মাসের মধ্যে প্রেসার নিয়ন্ত্রণে আসবে। তাহবে স্বাস্থ্যকর   টেকসই সমাধান।

. শরীর থেকে বাড়তি মেদ ঝরাতে হবে।

. নিয়মিত এক্সারসাইজ করতে হবে, বিশেষত কার্ডিও।

. নিয়মিত পর্যাপ্ত ঘুমাতে হবে।

. ধুমপান মদ্যপান ত্যাগ করতে হবে।

. সুগার গ্রেইন বা শস্য খাওয়া নিয়ন্ত্রণ করতে হবে।

. ইনফ্লেমেটারি খাদ্য নিয়ন্ত্রণ করতে হবে। যেমন ইন্ডাস্ট্রিয়াল তেল, চিনি, প্রসেসড ফুড, ফাস্ট ফুড, ডিপ ফ্রাই ফুড, কোল্ড ড্রিংকস, জুস ইত্যাদি।

. বেশি বেশি শাকসবজি ফলমূল খেতে হবে।

. পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ওমেগা ফ্যাটি এসিড, ভিটামিন ডি, ভিটামিনসি যুক্ত খাবার খেতে হবে।

. উন্নত প্রোটিন খেতে হবে। ডিম, মাছ, মুরগী।

১০. উন্নত মানের ফ্যাট খেতে হবেমাছের তেল, ডিম, অলিভ অয়েল, বাদাম, তিসি, কালোজিরা।

. সূর্যের আলোতে যেতে হবে। সূর্যের আলো স্কিন ব্লাডে নাইট্রিক অক্সাইড এর মাত্রাবাড়িয়ে দেয়। ফলে প্রেসার কমে যায়। তাছাড়া ভিটামিন ডি তো আছেই।

১০. স্ট্রেস কন্ট্রোল করতে হবে। হাসা, যোগব্যায়াম, মেডিটেশন, ডিপ ব্রেথিং, মিউজিকইত্যাদি।

১১. দাম্পত্য সম্পর্ক উন্নয়ন করতে হবে।

১২. ডার্ক চকলেট, গ্রিন টি, রসুন, আদা, হলুদ ইত্যাদি হার্বস।

১৩. ঔষধ খাওয়া নিয়ন্ত্রণ করতে হবে।

ঔষধ খেয়ে হাই ব্লাড প্রেসার সাময়িক ম্যানেজ হয়, কিন্তু স্থায়ী আরোগ্য হয় না। বরং লংটার্মসাইড এফেক্ট বিভিন্ন অর্গান ক্ষতিগ্রস্ত হয়। ন্যাচারাল পদ্ধতি অবলম্বন করলে কেবল উচ্চরক্তচাপ নয়শরীরের অধিকাংশ সমস্যার স্থায়ী সমাধান হয়ে যাবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার
error: বিষয়বস্তু সুরক্ষিত !!