আজ বৃহস্পতিবার (২২ মে) সপ্তাহের শেষ কার্যদিবস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সূচক পতনের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর।
ডিএসইর লেনদেনে খরা লেগেছে যেন, সূচকের পতনে লেনদেন ২০০ কোটির ঘরে চলে আসাতে বাজার নিষ্প্রাণ হয়ে পড়েছে।
আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৬.২০ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪৭৮৫.১১ পয়েন্টে। এছাড়া ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩.৩৪ পয়েন্ট কমে ১০৪৬.৯০ পয়েন্ট এবং ‘ডিএস–৩০’ সূচক ৪.৫৬ পয়েন্ট কমে ১৭৭৭.০৯ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ২৫৩.৫৪ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩২৬.৯৬ কোটি টাকা।
আজ ডিএসইতে মোট ৩৯১ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৪ টি কোম্পানির, বিপরীতে ২০০ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
আজকের বাজার পতনে গ্রামীণ ফোন, স্কয়ারফার্মাসহ বেশ কিছু ফান্ডামেন্টাল বেইজ শেয়ারের ভূমিকা ছিল।
বাজার সংশ্লিষ্ট একজন অভিজ্ঞ বাজার বিশ্লেষকের মতে সামনেই বাজেট পেশ হবে। ঈদে বড় ছুটি থাকবে তাই বাজারের বড় বিনিয়োগকারীরা সাইড লাইনে থেকে বাজার পর্যালোচনা করছেন। যে কারণে বাজারের লেনদেন কমে আসছে।