আবারো বাড়ল সোনার দাম। যা অবস্থা লাখ টাকার মাইলফলক ছুতে আর সময় লাগবেনা।
দেশে সোনার দাম যে কোন সময়ের চেয়ে রেকর্ড উচ্চতায় উঠেছে। গতকাল শনিবার নতুন করে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে ,যা আজ রবিবার ১৯ শে মার্চ ,২০২৩ তারিখ থেকে সারাদেশে কার্যকর হবে বলে জানিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
দাম বাড়ার ফলে সবচেয়ে ভালো মানের সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ ৯৮,৭৯৪ টাকায় উঠেছে। বাজুস জানিয়েছে, বুলিয়ন মার্কেটে পাকা সোনার দাম বেড়ে যাওয়ায় তারাও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২৬ ফেব্রুয়ারি ২০২৩ সোনার দাম ভরিতে ১ ,১১৬ টাকা দাম কমিয়েছিল বাজুস। মাত্র ১,১১৬ টাকা কমানোর ২১ দিনের মাথাতে ভরি প্রতি বাড়ল ৭৬৯৮টাকা।
সোনার দামে যেন আগুন লেগেছে ,গতকাল রাতে ঢাকা শেয়ার বাজার ডট কমকে সম্প্রতি বিয়ে করতে যাওয়া এক যুবক আক্ষেপের সুরে বললেন, আর বুঝি বিয়াটাই করতে পারবনা। আমার হবু বউয়ের সোনার খুব সখ কিন্তু যা মনে হচ্ছে ঈদের পরে হয়ত আরও দাম বেড়ে যাবে। এমনেই সংকটের মধ্যে আছি আবার এত দাম বাড়লে কি ভাবে স্বর্ণ কিনে দিব ভাবছি।
নতুন করে মূল্যবৃদ্ধি পাওয়ায় রবিবার থেকে হলমার্ক করা ২২ ক্যারেট সোনার ভরি দাড়াবে ৯৮,৭৯৪ টাকা, ২১ ক্যারেট সোনার ভরি ৯৪,৩০৩ টাকা, ১৮ ক্যারেট ৮০,৮৩২ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরির দাম হবে ৬৭,৩০১ টাকা।
কেন দাম বাড়ল জানতে চেয়ে জুয়েলার্স সমিতির অফিসে ফোন করলে, তারা জানান ‘আমিরিকান দুই ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার পর বিশ্বজুড়ে আর্থিক খাতে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। ডিজিটাল মুদ্রার দাম পড়ে গেছে। ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে সবাই আবার সোনার প্রতি ঝুঁকছেন। ফলে বিশ্ববাজারে সোনার দাম আউন্স প্রতি ২ হাজার ডলারের কাছাকাছি চলে গেছে। তার প্রভাবে দেশে বুলিয়ন মার্কেটে পাকা সোনার দাম বেড়েছে। তাই আমরা দাম বাড়াতে বাধ্য হয়েছি।’
গত সপ্তাহেও ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ৯১,০৯৬ টাকা। এক লাফে তা ভরি প্রতি ৭৬৯৮ টাকা বেড়ে ৯৮,৭৯৪ টাকাতে চলে গেল।
এছাড়া ২১ ক্যারেট সোনার ভরি ৮৭,০১৩ টাকা, ১৮ ক্যারেট ৭৪,৫৯ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরি ৬২,১৬৯ টাকায় বিক্রি হয়েছিল।